Advertisement
১৮ মে ২০২৪

ডেভিস কাপ দলে হয়তো থাকছেন না লিয়েন্ডার

সোমবার কানাডার বিরুদ্ধে আসন্ন ডেভিস কাপ টাইয়ের জন্য দল ঘোষণা হবে। সেপ্টেম্বরে এই টাই কানাডাতেই। সদ্য বিশ্বের ২২ নম্বর খেলোয়াড়কে হারিয়ে আসা য়ূকি ভামব্রি হয়তো দলে ফিরছেন।

লিয়েন্ডার পেজ।

লিয়েন্ডার পেজ।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৪ অগস্ট ২০১৭ ০৫:১৫
Share: Save:

এ বারও সম্ভবত ডেভিস কাপে দেখা যাবে না লিয়েন্ডার পেজকে। গত বার দলে থেকেও কোর্টে নামতে পারেননি। এ বার আর তাঁকে দলেই না রাখা হতে পারে বলে সর্বভারতীয় টেনিস সংস্থা সূত্রের খবর। সত্যিই সে রকম হলে হয়তো ধরে নিতে হবে লিয়েন্ডারের ডেভিস কেরিয়ার শেষ।

আজ, সোমবার কানাডার বিরুদ্ধে আসন্ন ডেভিস কাপ টাইয়ের জন্য দল ঘোষণা হবে। সেপ্টেম্বরে এই টাই কানাডাতেই। সদ্য বিশ্বের ২২ নম্বর খেলোয়াড়কে হারিয়ে আসা য়ূকি ভামব্রি হয়তো দলে ফিরছেন। কারণ, তিনি চোট সারিয়ে কোর্টে ফিরে এসেছেন এবং যথেষ্ট ভাল ফর্মে রয়েছেন। কয়েক সপ্তাহ আগে বিশ্বের আট নম্বর খেলোয়াড় ডমিনিক থিয়েমকে হারিয়ে যিনি হইচই ফেলে দিয়েছিলেন, সেই রামকুমার রামনাথনকেও দলে রাখা হবে।

আসলে এটিপি র‌্যাঙ্কিংয়ের দিক থেকে দেখতে গেলে লিয়েন্ডারের দলে থাকারই কথা নয়। অন্যদের সবার চেয়ে পিছিয়ে রয়েছেন তিনি। রোহন বোপান্না (২১), দিভিজ শরণ (৫৩), পূরব রাজা (৫৪) এঁরা সবাই ডাবলস র‌্যাঙ্কিংয়ে এই টেনিস কিংবদন্তির চেয়ে এগিয়ে। তা ছাড়া ৪৪ বছর বয়সটাও লিয়েন্ডারের পক্ষে নেই। এইসব কারণেই তাঁকে বাইরে রেখেই এ বার হয়তো দল বাছা হবে। এআইটিএ সচিব হিরন্ময় চট্টোপাধ্যায় এ দিন বলেন, ‘‘র‌্যাঙ্কিংয়ে অন্যরা যখন লি-র চেয়ে এগিয়ে, তখন ওকে কী করে দলে রাখা যাবে? আমাদের তো নিয়ম মেনে চলতে হবে।’’

এ বছর এপ্রিলে বেঙ্গালুরুতে উজবেকিস্তানের বিরুদ্ধে টাইয়ে ছ’জনের মধ্যে লিয়েন্ডারকে রাখা হলেও তাঁকে খেলানো হয়নি। যা নিয়ে প্রচুর নাটক হয়েছিল। টাইয়ের মাঝপথেই ক্ষুব্ধ লিয়েন্ডার বেঙ্গালুরু ছেড়ে চলে যান। মহেশ ভূপতি ফেসবুকে লেখেন, তিনি কখনওই লি-কে চূড়ান্ত দলে রাখার প্রতিশ্রুতি দেননি। সে রকম বিতর্ক যাতে ফের না হয়, সে জন্যই এ বার লিয়েন্ডারকে ডেভিস দলের বাইরেই রাখা হতে পারে বলে খবর। ওয়াকিবহাল মহলের ধারণা, সেই ঘটনার পরেই লিয়েন্ডারের ডেভিস-ভবিষ্যতে পূর্ণচ্ছেদ পড়ে যায়।

সবচেয়ে বেশি ডেভিস ম্যাচ জয়ের বিশ্বরেকর্ড গড়তে লি-র আর একটা ম্যাচে জয় দরকার। কিন্তু সেই সুযোগ তিনি ফের কবে পাবেন, সেটাই দেখার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE