Advertisement
২০ এপ্রিল ২০২৪

বোপন্নার আপত্তি খারিজ, আটকানো গেল না লি-র রিও অলিম্পিক সফর

আরও একটা কাম ব্যাক। আরও একটা যুদ্ধ জয়। সঙ্গে ছুঁয়ে ফেলা রেকর্ডও। যদিও এই রাস্তাটা সব সময়ই বড্ড কঠিন ছিল লিয়েন্ডার পেজের জন্য। লড়াইটা যে করতে হচ্ছিল ঘর-শত্রুদের সঙ্গেই। তাই রাস্তাটা সহজ ছিল না। গত বারও একই পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছিল তাঁকে।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১১ জুন ২০১৬ ২০:০৫
Share: Save:

আরও একটা কাম ব্যাক। আরও একটা যুদ্ধ জয়। সঙ্গে ছুঁয়ে ফেলা রেকর্ডও। যদিও এই রাস্তাটা সব সময়ই বড্ড কঠিন ছিল লিয়েন্ডার পেজের জন্য। লড়াইটা যে করতে হচ্ছিল ঘর-শত্রুদের সঙ্গেই। তাই রাস্তাটা সহজ ছিল না। গত বারও একই পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছিল তাঁকে। এ বার এতটাই বেঁকে বসেছিলেন রোহন বোপন্না যে রিও অলিম্পিক্স প্রায় অনিশ্চিত হয়ে পরেছিল লিয়েন্ডার পেজের। কিন্তু শনিবার সাংবাদিক সম্মেলন করে ভারতীয় টেনিস ফেডারেশন জানিয়ে দিল, অলিম্পিক্সের মেনস ডাবলস ইভেন্টে বোপন্নাকে খেলতে হবে লিয়েন্ডারের সঙ্গেই। এখানেই আসল জয় লিয়েন্ডারের। পাশে দাঁড়াল টেনিস ফেডারেশন।এ ছাড়া মিক্স ডাবলসে বোপন্নার সঙ্গী হবেন সানিয়া মির্জা। এ দিন সেটাও ঘোষণা করে দিল ফেডারেশন। মহিলা ডাবলসে সানিয়ার পার্টনার হবেন প্রার্থনা থোমবারে।

লিয়েন্ডারের সঙ্গে না খেলার জন্য বোপন্না সাকেথ মায়নেনিকে নিজের পার্টনার বেছে নিয়েছিলেন। সেরা ১০এ জায়গা করে নেওয়ায় বোপন্না সরাসরি জায়গা করে নিয়েছেন অলিম্পিক্সে। যে কারণে শুক্রবারই অল ইন্ডিয়া টেনিস অ্যাসোসিয়েশনের কাছে নিজের ইচ্ছের কথা জানিয়েছিলেন তিনি। তখনই বোপন্নাকে বুঝিয়ে দেওয়া হয়েছিল তাঁর মত হয়ত মানা হবে না। শেষ পর্যন্ত অলিম্পিক্সে নামার আগে জয় হল লিয়েন্ডারের। লিয়েন্ডার বলে দিলেন, ‘‘আমি তৈরি বোপন্নাকে সঙ্গে করে অলিম্পিক্সের আসর থেকে দেশকে সোনা এনে দিতে।’’ এই নিয়ে সাত বার অলিম্পিক্সে খেলবেন লি। যেটা বিশ্ব টেনিসে নজির।

আরও খবর

বোপান্না চাইছেন না, অলিম্পিকের স্বপ্ন শেষ লিয়েন্ডারের

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Leander Paes Rio Olympics 2016 Rohan Bopanna
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE