কন্যা সন্তানের বাবা হলেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো। রবিবার রাতে টুইটারে একটি ছবি পোস্ট করে বাবা হওয়ার কথা জানান কিংবদন্তি ফুটবলার। সদ্যজাত সন্তানের মা রোনাল্ডোর দীর্ঘ দিনের বান্ধবী জর্জিনা রডরিগেজ। গত জুনেই দুই যমজ সন্তান এভা এবং মাতেও-র বাবা হয়েছন ক্রিস্টিয়ানো। পরিবারে নতুন সদস্যের আগমনে স্বভাবতই খুশি সিআর সেভেনের পরিবার। তবে এ ক্ষেত্রে মায়ের নাম জানালেও ক্রিস্টিয়ানো রোনাল্ডো কোনওদিনই রোনাল্ডো জুনিয়র বা যমজ সন্তানদের মায়ের নাম জানাননি।
আরও পড়ুন: পেপের জন্যই কিংবদন্তি কপেলের হৃদয়ে সিটি
আরও পড়ুন: ফুটবলেও ‘বিরাট’ চান দিল্লি কোচ
নিজের পোস্ট করা টুইটে রোনাল্ডো লেখেন, “এই মাত্র জন্মাল আলানা মার্টিনা। জিও এবং আলানা দুই জনই ভাল আছে। আমরা খুবই খুশি।”
A Alana Martina acaba de nascer! Tanto a Geo como a Alana estão muito bem! Estamos todos muito felizes! ❤️ pic.twitter.com/nMT4rYc32U
— Cristiano Ronaldo (@Cristiano) November 12, 2017
অক্টোবরের শেষের দিকে ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে রোনাল্ডো জানিয়েছিলেন ২১ নভেম্বরে ফের এক বার বাবা হবেন তিনি। কিন্তু তার কয়েক দিন আগেই কন্যা সন্তানের মুখ দেখলেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো।