Advertisement
২০ এপ্রিল ২০২৪

আবার হুমকি দেওয়া হল মেসি, নেমারদের

শনিবারের রাতে লা লিগায় অ্যাথলেটিক বিলবাওয়ের বিরুদ্ধে গোল করে বার্সেলোনাকে জিতিয়েছেন মেসি। আর সে রাতেই নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ে আইএসআইএস-এর ওই পোস্টার। যে পোস্টারে আক্রান্ত হয়েছেন বিশ্ব ফুটবলের দুই মহাতারকা।

দুরন্ত: মাঠের বাইরে যতই হুমকি আসুক না কেন, তার প্রভাব পড়ছে না মেসির খেলায়। অ্যাথলেটিক বিলবাওয়ের বিরুদ্ধে গোলের পরে মেসি। ছবি: গেটি ইমেজেস।

দুরন্ত: মাঠের বাইরে যতই হুমকি আসুক না কেন, তার প্রভাব পড়ছে না মেসির খেলায়। অ্যাথলেটিক বিলবাওয়ের বিরুদ্ধে গোলের পরে মেসি। ছবি: গেটি ইমেজেস।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ৩০ অক্টোবর ২০১৭ ০৪:৪৪
Share: Save:

ফুটবল মাঠে সন্ত্রাস হানার আতঙ্ক ছড়িয়ে দিতে বদ্ধপরিকর আইএসআইএস। এ বার তাদের হুমকি পোস্টারের লক্ষ্য শুধু লিওনেল মেসিই নন, রয়েছেন নেমার দ্য সিলভা জুনিয়রও।

শনিবারের রাতে লা লিগায় অ্যাথলেটিক বিলবাওয়ের বিরুদ্ধে গোল করে বার্সেলোনাকে জিতিয়েছেন মেসি। আর সে রাতেই নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ে আইএসআইএস-এর ওই পোস্টার। যে পোস্টারে আক্রান্ত হয়েছেন বিশ্ব ফুটবলের দুই মহাতারকা।

ভয়ঙ্কর ওই পোস্টারে দেখা গিয়েছে, আইএস পতাকার পাশে মাটিতে পড়ে রয়েছে মেসির মুখ বসানো একটি দেহ। আর নেমারের কাঁধে হাত দিয়ে দাঁড়িয়ে রয়েছে এক জঙ্গি। ঠিক যে ভাবে হত্যাকাণ্ড ঘটিয়ে থাকে এই জঙ্গি সংগঠন। বিকৃত করা দুই ফুটবলারের এই ছবি দু’টোর সঙ্গে রয়েছে আইএস-এর বার্তা— ‘‘তোমরা কেউ নিরাপত্তা উপভোগ করতে পারবে না।’’ এর আগে মেসিকে নিয়ে আরও একটি হুমকি পোস্টার সোশ্যাল নেটওয়ার্কিং ওয়েবসাইটগুলোয় ছড়িয়ে দিয়েছিল আইএস। যেখানে হুমকির লক্ষ্য মূলত ছিল রাশিয়ার বিশ্বকাপ। কিন্তু এ বার সরাসরি দুই ফুটবলারকে নিশানা বানাল তারা।

এই বিতর্কের মাঝেও অবশ্য মেসি তাঁর নিজের কাজটা ঠিকঠাক করে যাচ্ছেন। অর্থাৎ ক্লাবকে জেতানোর কাজ। বিলবাওয়ের বিরুদ্ধে ২-০ গোলে জিতেছে বার্সেলোনা। মেসি ছাড়াও গোল করেছেন জোসে পাওলো জুনিয়র (পাওলিনহো)। লা লিগায় এই নিয়ে দশ ম্যাচের মধ্যে ন’টিই জিতল বার্সা। তবে শনিবার রাতে বিলবাওয়ের মাঠে বার্সার ত্রাতা হয়ে উঠেছিলেন গোলকিপার মার্ক আন্দ্রে টার স্টেগান। গোটা দুই নিশ্চিত গোল বাঁচান তিনি।

ম্যাচ জিতে বার্সা ম্যানেজার অবশ্য প্রশংসায় ভরিয়ে দিয়েছেন মেসিকে। আর্নেস্তো ভালভার্দে বলেছেন, ‘‘মেসি আরও একটা গোল করতে পারত, যদি না বার পোস্টটা বাধা হয়ে দাঁড়াত। তবে ও অবিশ্বাস্য।’’ এর পরে তিনি আরও বলে যান, ‘‘যে কোনও সময়ে দু’টো দলের মধ্যে পার্থক্য গড়ে দিতে পারে মেসি। দুরন্ত গোল করল ও। আমাদের ভাগ্য ভাল যে বিশ্বের সেরা ফুটবলার আমাদের ক্লাবে খেলছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE