Advertisement
০৩ মে ২০২৪

মেসি ফিরলেও হেরে গেল দল, জয় নেই রোনাল্ডোর

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও লিয়োনেল মেসি। রাশিয়া বিশ্বকাপের পরে দেশের জার্সিতে প্রথম বার নেমে দু’জনই ব্যর্থ। ইউরো কোয়ালিফায়ার্সে রোনাল্ডোর পর্তুগাল ০-০ ড্র করে বসল দুর্বল ইউক্রেনের সঙ্গে।

হতাশা: গোল পেলেন না রোনাল্ডো। চোট নিয়েই খেললেন মেসি। এএফপি

হতাশা: গোল পেলেন না রোনাল্ডো। চোট নিয়েই খেললেন মেসি। এএফপি

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৪ মার্চ ২০১৯ ০২:৪৬
Share: Save:

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও লিয়োনেল মেসি। রাশিয়া বিশ্বকাপের পরে দেশের জার্সিতে প্রথম বার নেমে দু’জনই ব্যর্থ। ইউরো কোয়ালিফায়ার্সে রোনাল্ডোর পর্তুগাল ০-০ ড্র করে বসল দুর্বল ইউক্রেনের সঙ্গে। মেসির আর্জেন্টিনা অবশ্য কোপা আমেরিকার প্রস্তুতির লক্ষ্যে ফিফা ফ্রেন্ডলি খেলল ভেনেজ়ুয়েলার সঙ্গে। কিন্তু সবাইকে অবাক করে মাদ্রিদে লিয়োনেল স্কালোনির ফুটবলাররা ১-৩ হারলেন।

জেতাতে না পারলেও কেমন খেললেন আধুনিক ফুটবলের দুই মহাতারকা? জুভেন্তাসের হয়ে যে খেলাটা খেলছেন রোনাল্ডো তার ধারে কাছে ছিলেন না লিসবনে শুক্রবার। দলকে উদ্বুদ্ধও করতে পারেননি। পর্তুগালকে দেখেও মনে হয়নি তারা গত বারের ইউরো চ্যাম্পিয়ন। গ্রুপ বি-তে সোমবার তাদের পরের খেলা সার্বিয়ার সঙ্গে। যে ম্যাচ জিততে না পারলে বেশ ঝামেলায় পড়ে যাবে ফের্নান্দো স্যান্টোসের দল।

পুরো সময় মাঠে থাকলেও মেসি কিন্তু কুঁচকির চোট নিয়ে খেললেন। মরক্কোর সঙ্গে পরের ফিফা ফ্রেন্ডলিতে খেলতেও পারবেন না। যা উদ্বেগে রাখল বার্সেলোনাকে। চ্যাম্পিয়ন্স লিগে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ম্যাচের আগে তিনি পুরো সুস্থ হতে পারেন কি না সেটাই দেখার। মাদ্রিদে আর্জেন্টিনার খেলায় চোখে পড়ার মতো দুর্বল দেখাল তাদের অনভিজ্ঞ রক্ষণকে। চোট নিয়ে মেসি চেষ্টা করলেও ফুটবলারদের বোঝাপড়া ছিল না। আর্জেন্টিনার কোচ অবশ্য ভবিষ্যৎ নিয়ে আশাবাদী। বললেন, ‘‘এই দলটার থেকেই সেরা খেলা বার করবে মেসি। ওর জন্যই তবু কিছু সুযোগ তৈরি হয়েছে।’’

এ দিকে, ইউরো কোয়ালিফায়ার্সে শুক্রবার জিতল ফ্রান্স আর ইংল্যান্ড। দু’দলই জিতল বড় ব্যবধানে। বিশ্বজয়ী ফ্রান্স ৪-১ হারাল মলদোভাকে। চেক প্রজাতন্ত্রের বিরুদ্ধে ইংল্যান্ডের ৫-০ জয় স্মরণীয় হয়ে থাকল রাহিম স্টার্লিয়ের দেশের হয়ে করা প্রথম হ্যাটট্রিকের সৌজন্যে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Lionel Messi Argentina Cristiano Ronaldo
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE