Advertisement
১১ মে ২০২৪

মেসির পাশে বড় রোনাল্ডো

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো নয়, এ বার বর্ষসেরা ফুটবলারের ব্যালন ডি’অর পাবেন লিওনেল মেসি। ব্রাজিলের রোনাল্ডোর পছন্দ সে রকমই। তিনি বলেছেন, ‘‘আমার ভোট মেসির দিকে। আমার মনে হয় ও আরও কমপ্লিট ফুটবলার। মেসি মাঠে সব সময় অসাধারণ কিছু করে দেখায়।’’ এর মধ্যে আবার সের্জিও আগেরোর জাতীয় দলের সতীর্থ ও ভাল বন্ধুর ম্যান সিটিতে সই করার ব্যাপারটা আরও জোরালো হচ্ছে বলে জানাচ্ছে ইংরেজ মিডিয়া।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ৩০ ডিসেম্বর ২০১৫ ০৩:৩২
Share: Save:

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো নয়, এ বার বর্ষসেরা ফুটবলারের ব্যালন ডি’অর পাবেন লিওনেল মেসি। ব্রাজিলের রোনাল্ডোর পছন্দ সে রকমই।

তিনি বলেছেন, ‘‘আমার ভোট মেসির দিকে। আমার মনে হয় ও আরও কমপ্লিট ফুটবলার। মেসি মাঠে সব সময় অসাধারণ কিছু করে দেখায়।’’ এর মধ্যে আবার সের্জিও আগেরোর জাতীয় দলের সতীর্থ ও ভাল বন্ধুর ম্যান সিটিতে সই করার ব্যাপারটা আরও জোরালো হচ্ছে বলে জানাচ্ছে ইংরেজ মিডিয়া।

বিশেষ করে সিটিতে বার্সার প্রাক্তন চিফ এক্সিকিউটিভ আর ডিরেক্টর অব ফুটবল আসার পর। তাঁরা মেসিকে রাজি করাতে পারবেন বলে মনে করা হচ্ছে। সঙ্গে নতুন ক্লাবে পুরনো কোচ পেপ গুয়ার্দিওলার অধীনে খেলার ব্যাপারটাও নাকি মেসিকে উৎসাহিত করছে। যদিও খোদ আগেরো এ দিন এই জল্পনা নিয়ে কিছুটা সন্দেহ প্রকাশ করেছেন। ‘‘বার্সেলোনা ছেড়ে যাওয়া লিওর পক্ষে সোজা নয়। খুব ছোট থেকেই তো ও বার্সার হয়ে খেলছে। তাই অন্য ক্লাবের কথা ভাবার ব্যাপারটা লিওর জন্য কঠিন। সিটিতে ও আসতেই পারে। তবে আমার মনে হয় বার্সায় ও খুব ভাল আছে।’’ তবে আগেরো যাই বলুন, মেসির ইপিএল ক্লাবে খেলা নিয়ে স্প্যানিশ ফুটবল মহলে আতঙ্ক কিন্তু ক্রমশ বাড়ছে। তা এতটাই যে লা লিগার প্রেসিডেন্ট জেভিয়ার তেবাস পর্যন্ত প্রকাশ্যে জানিয়েছেন তিনিও চিন্তায় আছেন। মেসি, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মতো তারকাদের যদি ভবিষ্যতে প্রিমিয়ার লিগের ক্লাব ছিনিয়ে নেয় তা হলে লা লিগায় গভীর প্রভাব পড়তে পারে বলে তাঁর আশঙ্কা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE