Advertisement
০৩ মে ২০২৪
দেশের প্রতিক্রিয়ায় বিদ্ধ মেসি

কেন নিন্দা করে ওরা, প্রশ্ন পুত্র থিয়াগোর

রাশিয়ার বিশ্বকাপের পরে গত সপ্তাহে মেসি প্রথম বার দেশের জার্সিতে খেলেন। মাদ্রিদে সেই ফিফা ফ্রেন্ডলিতে আর্জেন্টিনা ১-৩ গোলে হেরে যায় ভেনেজ়ুয়েলার কাছে। কিন্তু তার ঠিক পরেই কুঁচকিতে চোট থাকায় মরক্কোর বিরুদ্ধে না খেলার সিদ্ধান্ত নেন। যার প্রচণ্ড সমালোচনা হচ্ছে আর্জেন্টিনায়।

দুরন্ত: বার্সেলোনার জার্সিতে সেই অপ্রতিরোধ্য মেজাজে। গোল করার আনন্দে ম্যালকমের কোলে মেসি। শনিবার লা লিগায়। রয়টার্স

দুরন্ত: বার্সেলোনার জার্সিতে সেই অপ্রতিরোধ্য মেজাজে। গোল করার আনন্দে ম্যালকমের কোলে মেসি। শনিবার লা লিগায়। রয়টার্স

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ৩১ মার্চ ২০১৯ ০৪:১৬
Share: Save:

বার্সেলোনায় তিনি ‘দেবতা’। কিন্তু আর্জেন্টিনায় আজও সমালোচিত। লিয়োনেল মেসি জানাচ্ছেন, কেন এ রকম হয় তা এখন থেকেই ভাবায় তাঁর ছ’বছরের ছেলে থিয়াগোকে।

রাশিয়ার বিশ্বকাপের পরে গত সপ্তাহে মেসি প্রথম বার দেশের জার্সিতে খেলেন। মাদ্রিদে সেই ফিফা ফ্রেন্ডলিতে আর্জেন্টিনা ১-৩ গোলে হেরে যায় ভেনেজ়ুয়েলার কাছে। কিন্তু তার ঠিক পরেই কুঁচকিতে চোট থাকায় মরক্কোর বিরুদ্ধে না খেলার সিদ্ধান্ত নেন। যার প্রচণ্ড সমালোচনা হচ্ছে আর্জেন্টিনায়। এমনও বলা হচ্ছে, তিনি দেশকে ভালবাসেন না। চোট থাকলে কী করে ভেনেজ়ুয়েলা ম্যাচের দিন চারেকের মধ্যে আবার তিনি বার্সেলোনার অনুশীলনে যোগ দিলেন তা নিয়েও প্রশ্ন উঠছে।

এই মরসুমে বার্সেলোনার হয়ে ৩৯টি গোল করা মেসি অবশ্য এই ধরনের সমালোচনাকে গুরুত্ব দিচ্ছেন না। দেশের জার্সিতে চারটি প্রতিযোগিতার ফাইনালে খেললেও একবারও চ্যাম্পিয়ন হতে পারেননি। বিশ্বের সর্বকালের অন্যতম সেরা ফুটবলার আর একটা সুযোগ পাচ্ছেন ব্রাজিলে কোপা আমেরিকায়। এক সাক্ষাৎকারে মেসি বলেছেন, ‘‘আর্জেন্টিনাকে ট্রফি দেওয়ার কথা ভাবতে সব সময় ভাল লাগে। সেই জন্যই আগামী দিনে দেশের হয়ে গুরুত্বপূর্ণ প্রতিযোগিতাগুলোয় আমি খেলব।’’ সঙ্গে যোগ করেছেন, ‘‘বিশ্বকাপের পরে আমাকে অনেকেই বলেছিলেন যে আমার আর দেশের হয়ে খেলা উচিত নয়। এমনকি আমার ছ’বছরের ছেলেও (থিয়াগো) জানতে চেয়েছিল আর্জেন্টিনায় কেন সবাই আমার সমালোচনা করে।’’

মেসি অবশ্য বলেছেন, ‘‘আমাকে নিয়ে ওরা (দেশের মানুষ) চিরকাল বাজে কথা বলে। সব সময় আমার বিরুদ্ধে কিছু না কিছু ইস্যু তৈরি করার চেষ্টা করে। এ সব শোনা অভ্যাস হয়ে গিয়েছে। আমি একটুও অবাক হই না। আমার সম্পর্কে প্রচুর মিথ্যে কথাও বলা হয়। সেটা ওরা বিশ্বাস করে বলেই বলে। যা শুনলে রাগও হয়। তবে যে কেউ আমাকে নিয়ে যা ইচ্ছে তা-ই বলতে পারে। আমি চিরকালই ওদের কাছে খারাপ।’’

সাক্ষাৎকারে জানতে চাওয়া হয়, এই মুহূর্তে বিশ্বের সেরা ফুটবলার কারা। মেসি প্রথমেই আনেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর নাম। বলেন, ‘‘লা লিগায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডো থাকলে দারুণ হত। স্পেনে ওকে মিস করি। ’’ আতলিকো দে মাদ্রিদের বিরুদ্ধে রোনাল্ডো হ্যাটট্রিক নিয়েও মেসি উচ্ছ্বসিত, ‘‘রোনাল্ডো অসাধারণ। আতলেতিকো ম্যাচের আগে ভেবেছিলাম জুভেন্তাসই পিছিয়ে আছে। কিন্তু ওরা আমাকে চমকে দিয়েছে। বিশেষ করে রোনাল্ডো। সেই রাতটায় ও একেবারের জাদুকরের মতো তিনটে গোল করে দিল। সত্যি

ভাবা যায় না!’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE