Advertisement
১৯ এপ্রিল ২০২৪

জাতীয় দলে ফের মেসি

ফ্রেন্ডলি নয়, আর্জেন্টিনার আসল পরীক্ষা কোপা আমেরিকায়। যা শুরু হবে ১৪ জুন ব্রাজিলে। আর্জেন্টিনা আছে গ্রুপ ‘বি’-তে। প্যারাগুয়ে, কলম্বিয়া ও কাতারের সঙ্গে। ২০২০ সালের বিশ্বকাপের আয়োজক হিসেবে কাতার কোপা আমেরিকায় খেলার সুযোগ পেয়েছে।

ফের আর্জেন্টিনার জাতীয় দলের জার্সিতে খেলতে দেখা যাবে লিয়োনেল মেসিকে।—ছবি রয়টার্স।

ফের আর্জেন্টিনার জাতীয় দলের জার্সিতে খেলতে দেখা যাবে লিয়োনেল মেসিকে।—ছবি রয়টার্স।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৯ মার্চ ২০১৯ ০৪:৫৬
Share: Save:

অবশেষে আর্জেন্টিনার জাতীয় দলের জার্সিতে খেলতে দেখা যাবে লিয়োনেল মেসিকে। আসন্ন ফিফা ফ্রেন্ডলিতে ষোলো জনের দলে তাঁকে রাখা হয়েছে। মার্চে আতলেতিকো মাদ্রিদের মাঠ ওয়ান্ডা মেট্রোপলিটানোয় আর্জেন্টিনা খেলবে ভেনেজুয়েলার সঙ্গে। তার চার দিন পরেই তানজিয়েরে মেসিদের ম্যাচ। প্রতিপক্ষ মরক্কো। দেশের জার্সিতে মেসি শেষ বার খেলেছিলেন ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপে ফ্রান্সের বিরুদ্ধে। যে ম্যাচে আর্জেন্টিনা ৩-৪ হেরে প্রতিযোগিতা থেকে ছিটকে যায়। বিশ্বকাপের পরে আর্জেন্টিনা ছ’টি ফিফা ফ্রেন্ডলি খেলে নতুন কোচ লিয়োনেল স্ক্যালোনির অধীনে। যার একটাও খেলেননি মেসি।

ফ্রেন্ডলি নয়, আর্জেন্টিনার আসল পরীক্ষা কোপা আমেরিকায়। যা শুরু হবে ১৪ জুন ব্রাজিলে। আর্জেন্টিনা আছে গ্রুপ ‘বি’-তে। প্যারাগুয়ে, কলম্বিয়া ও কাতারের সঙ্গে। ২০২০ সালের বিশ্বকাপের আয়োজক হিসেবে কাতার কোপা আমেরিকায় খেলার সুযোগ পেয়েছে। এ দিকে, মেসি ফের জাতীয় দলে খেলার সিদ্ধান্ত নেওয়ায় আর্জেন্টিনার ফুটবল মহলে স্বস্তির পরিবেশ ফিরে এসেছে। তবে জুনের প্রতিযোগিতার আগে মেসি ব্যস্ত থাকবেন বার্সেলোনায় খেলতে। তাই কোপায় তাঁকে কতটা তরতাজা অবস্থায় পাওয়া যাবে তা নিয়ে সংশয় রয়েছে। এমনিতে ভেনেজুয়েলা ম্যাচের পরে মেসি দ্বিতীয় ফ্রেন্ডলিতে খেলবেন না জানিয়েছেন আর্জেন্টিনার কোচ। স্পেনে ম্যাচ বলেই তিনি খেলতে রাজি হয়েছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE