Advertisement
০১ মে ২০২৪

বিস্ময় গোল নাবির, শীর্ষে লিভারপুল

হাডার্সফিল্ডের বিরুদ্ধে ১৫ সেকেন্ডে গোল করে লিভারপুলকে এগিয়ে দেন কেইটা। সেই সঙ্গে লিভারপুলের হয়ে দ্রুততম গোলের কীর্তিও গড়লেন গিনি জাতীয় দলের অধিনায়ক।

উল্লাস: ১৫ সেকেন্ডে গোল করে সালাহর সঙ্গে কেইটা (ডান দিকে)। রয়টার্স

উল্লাস: ১৫ সেকেন্ডে গোল করে সালাহর সঙ্গে কেইটা (ডান দিকে)। রয়টার্স

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০১৯ ০৪:৪৭
Share: Save:

লিভারপুল ৫ • হাডার্সফিল্ড ০

হাডার্সফিল্ড টাউনকে গোলের বন্যায় ভাসিয়ে ফের ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষে লিভারপুল। শুক্রবার রাতে অ্যানফিল্ডে সাদিয়ো মানে ও মহম্মদ সালাহ জোড়া গোল করলেও চর্চায় নাবি কেইটা।

হাডার্সফিল্ডের বিরুদ্ধে ১৫ সেকেন্ডে গোল করে লিভারপুলকে এগিয়ে দেন কেইটা। সেই সঙ্গে লিভারপুলের হয়ে দ্রুততম গোলের কীর্তিও গড়লেন গিনি জাতীয় দলের অধিনায়ক। ২৪ বছর বয়সি কেইটার উত্থানের কাহিনিও রোমাঞ্চকর।

গিনির রাজধানী কোনাখিতে ১৯৯৫ সালের ১০ ফেব্রুয়ারি জন্ম কেইটার। বাবা-মায়ের আপত্তি সত্ত্বেও ভাইদের সঙ্গে রাস্তায় ফুটবল খেলতে শুরু করেন তিনি। নয় বছর বয়সে কেইটা যোগ দেন স্থানীয় ক্লাব হোরায়া-তে। ১৬ বছর বয়সে পেশাদার ফুটবলার হওয়ার স্বপ্ন নিয়ে ছয় হাজার কিলোমিটার পাড়ি দিয়ে ফ্রান্সে পৌঁছন। জাতীয় দলে কেইটার সতীর্থ মিশেল লন্দেল তখন খেলতেন লি মঁ এফসি-তে। তিনি কেইটাকে ট্রায়ালে নামার ব্যবস্থা করে দিলেন। কিন্তু গিনি মিডফিল্ডারকে পছন্দ হল না নির্বাচকদের। এর পরে গেলেনৈ লঁ হিয়ঁ এফসি-তে ট্রায়াল দিতে। সেখানেও একই ঘটনা। হতাশ কেইটা এ বার শরণাপন্ন হন গিনি জাতীয় দলের আর এক ফুটবলার বোডো ব্যালডের সঙ্গে। তাঁর অনুরোধে ফরাসি লিগে দ্বিতীয় ডিভিশনের ক্লাব ইসত্রার যুব দলে সুযোগ পান কেইটা। দু’বছরের মধ্যেই সিনিয়র দলে সই করেন তিনি। পরের বছরই কেইটাকে কিনে নিল অস্ট্রিয়া বুন্দেশলিগার প্রথম ডিভিশনের ক্লাব সালসবুর্গ। দু’বছর খেলার পরে তিনি যোগ দিলেন জার্মান বুন্দেশলিগায় আরবি লাইপজিগে। সেই সময় জার্মানির একটি সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে কেইটা শুনিয়েছিলেন আশ্চর্য কাহিনি, ‘‘ছোটবেলায় মা আমাকে কখনও সুপার মার্কেটে নিয়ে যেতে চাইতেন না। কারণ, ওখানে গেলেই ফুটবল খেলতে শুরু করে দিতাম আমি। প্রচুর ল্যাম্প শেড ভেঙেছি। মা বলতেন, তোমাকে সুপার মার্কেটে নিয়ে গেলেই বাড়তি খরচ হয়ে যায়।’’

লিপজিগে খেলার সময়ই কেইটা চোখে পড়েন য়ুর্গেন ক্লপের। এই মরসুমে তাঁকে সই করায় লিভারপুল। ফুটবল পণ্ডিতেরা ইতিমধ্যেই কেইটার খেলায় স্টিভন জেরারের ছায়া দেখতে শুরু করেছেন।

শুক্রবার হাডার্সফিল্ডের বিরুদ্ধে লিভারপুলের হয়ে ২৩ মিনিটে দ্বিতীয় গোল করেন ম্যাচের সেরা মানে। প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগে গোল করেন সালাহ। মানে তাঁর দ্বিতীয় গোল করেন ৬৬ মিনিটে। ম্যাচ শেষ হওয়ার সাত মিনিট আগে ফের গোল করেন সালাহ। শুক্রবারের জয়ের ফলে ৩৬ ম্যাচে ৯১ পয়েন্ট লিভারপুলের। বাকি আর দু’টি ম্যাচ। ৪ মে প্রতিপক্ষ নিউক্যাসল ইউনাইটেড। ১২ মে লিভারপুল খেলবে উলভসের বিরুদ্ধে। তার আগে অবশ্য চ্যাম্পিয়ন্স লিগে সেমিফাইনালে বার্সেলোনার বিরুদ্ধে খেলা রয়েছে সালাহদের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

EPL Football Liverpool Huddersfield
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE