Advertisement
০৩ মে ২০২৪
ইপিএল

শেষ মুহূর্তে ড্র করল লিভারপুল

চলতি সপ্তাহেই কারাবাও কাপে লিভারপুলের ঘরের মাঠে ২-১ গোলে জিতেছিল চেলসি। কিন্তু স্ট্যামফোর্ড ব্রিজে সেই ছন্দ ধরে রাখতে পারলেন না এডেন অ্যাজারেরা।

ড্যানিয়েল স্টারিজের শেষ মুহূর্তের গোলের পর উচ্ছাস।ছবি এএফপি

ড্যানিয়েল স্টারিজের শেষ মুহূর্তের গোলের পর উচ্ছাস।ছবি এএফপি

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০১৮ ০৫:৪৯
Share: Save:

চেলসি ১ লিভারপুল ১

শেষরক্ষা হল না চেলসির। ৮৮ মিনিট পর্যন্ত লিভারপুলের বিরুদ্ধে ১-০ এগিয়েও পুরো পয়েন্ট পেল না মাউরিসিয়ো সাররির দল। নেপথ্যে ড্যানিয়েল স্টারিজের শেষ মুহূর্তের গোল।

চলতি সপ্তাহেই কারাবাও কাপে লিভারপুলের ঘরের মাঠে ২-১ গোলে জিতেছিল চেলসি। কিন্তু স্ট্যামফোর্ড ব্রিজে সেই ছন্দ ধরে রাখতে পারলেন না এডেন অ্যাজারেরা। ম্যাচের ২৫ মিনিটে চেলসিকে এগিয়ে দেন গত ম্যাচের নায়ক অ্যাজার। ৮৮ মিনিট পর্যন্ত সেই ব্যবধান ধরে রাখলেও ৮৯ মিনিটে ম্যাচের রং বদলে দেন স্টারিজ। বক্সের বাইরে থেকে দুরন্ত শটে চেলসি গোলকিপারকে পরাস্ত করেন ইংল্যান্ড স্ট্রাইকার।

লিভারপুল ড্র করার ফলে, ইপিএলের লিগ তালিকায় শীর্ষে উঠে এল ম্যাঞ্চেস্টার সিটি। সাত ম্যাচে তাদের পয়েন্ট ১৯। দ্বিতীয় স্থানে থাকা লিভারপুলেরও ১৯ পয়েন্ট। কিন্তু গোল পার্থক্যে পিছিয়ে পড়েছে য়ুর্গেন ক্লপের দল। তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে চেলসি (১৭) ও টটেনহ্যাম হটস্পার (১৫)। দশ নম্বরে ম্যান ইউনাইটেড।

হার বাঁচাল বার্সা: শনিবার ন্যু ক্যাম্পে অ্যাথলেটিক বিলবাওয়ের বিরুদ্ধে ১-১ ড্র করল বার্সেলোনা। ম্যাচের ৪১ মিনিটে পিছিয়ে পড়ে বার্সা। অস্কার দে মার্কোস গোল করে এগিয়ে দেয় বিলবাওকে। জবাবে ৮৪ মিনিটে বার্সার হয়ে গোল শোধ করেন মুনির এল হাদাদি। মেসির মতে, গোলের সুযোগ নষ্ট করার ফলই ভোগ করতে হয়েছে তাঁদের। মেসি বলেছেন, ‘‘আমরা বেশ কয়েকটি মুহূর্ত তৈরি করেছিলাম যেখান থেকে অনায়াসে গোল হতে পারত। কিন্তু আমরা তা পারিনি। রক্ষণেও উন্নতি আমাদের প্রয়োজন।’’

জিতল জুভেন্তাস: সেরি আ-তে নাপোলির বিরুদ্ধে ৩-১ জিতল জুভেন্তাস। জোড়া গোল করে ম্যাচের নায়ক মারিয়ো মাঞ্জুকিচ। তৃতীয় গোল করেন লিয়োনার্দো বনুচ্চি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE