ম্যাচে ৬৫ শতাংশ নিয়ন্ত্রণ রেখেও ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের বিরুদ্ধে ওল্ড ট্র্যাফোর্ড থেকে জিতে ফিরতে পারল না লিভারপুল। তবে গোলশূন্য ড্রয়ের সৌজন্যে য়ুর্গেন ক্লপের দল আবার লিগ টেবলের শীর্ষে উঠে এল। লিগে এখনও ১১ ম্যাচ বাকি। লিভারপুলের পয়েন্ট ২৭ ম্যাচে ৬৬। দু’নম্বরে নেমে যাওয়া ম্যাঞ্চেস্টার সিটি সেখানে ৬৫।
টেবলের শীর্ষে উঠলেও লিভারপুল রবিবার সে ভাবে গোলের সুযোগ তৈরি করতে পারেনি। ম্যান ইউয়ের তিন জন মিডফিল্ডার চোট পাওয়ার পরেও। অবশ্য লিভারপুলের রবের্তো ফির্মিনোও চোট পেয়ে বেরিয়ে যান খেলার আধ ঘণ্টার মাথায়। ব্রাজিলীয় তারকা উঠে যাওয়ায় লিভারপুলের আক্রমণ আরও বেশি বিবর্ণ দেখিয়েছে ওল্ড ট্র্যাফোর্ডে।
ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের গোলরক্ষক দাভিদ দা হিয়া প্রিমিয়ার লিগে নজির গড়লেন মোট ১০০ ম্যাচ গোল না খেয়ে। রবিবার একবারই তাঁকে চ্যালেঞ্জের মুখে ফেলেন লিভারপুলের ড্যানিয়েল স্টারিজ। চূড়ান্ত ব্যর্থ মহম্মদ সালাহও। এ দিকে, রবিবারই সাউদাম্পটনকে ২-০ হারিয়ে লিগ টেবলে আবার চার নম্বরে উঠে এল আর্সেনাল। তাদের পয়েন্ট ২৭ ম্যাচে ৫৩। ম্যান ইউ নেমে গেল পাঁচ নম্বরে (২৭ ম্যাচে ৫২ পয়েন্ট)। আর্সেনালের দুই গোলদাতা আলেকজান্দ্রে লাকাজেত ও হেনরিখ মাখিতারিয়ান।
ড্র ম্যাচের পরে লিভারপুল ম্যানেজার য়ুর্গেন ক্লপ বললেন, ‘‘আমি হতাশ বললেও কম বলা হবে। ম্যান ইউকে হারানোর এ রকম সুযোগ আর পাওয়া যাবে না। ওদের সেরা তিন জন চোট পেলেও আমরা গোল করতে পারলাম না।’’ সঙ্গে যোগ করলেন, ‘‘সব চেয়ে খারাপ লাগছে এটা ভেবে যে আমরা গোলের সুযোগই তৈরি করতে পারলাম না।’’ ক্লপের মতোই হতাশ লিভারপুল অধিনায়ক জেমস মিলনার। তাঁর কথা, ‘‘ড্র-টা আমাদের জন্য খুব খারাপ ফল না। কিন্তু আমরা গোল করার তেমন সুযোগও পাইনি। হ্যাঁ সেটা আমাদের ব্যর্থতা। তাই জিততে না পেরে খারাপ লাগছে।’’ তাঁর আরও কথা, ‘‘আমাদের বুঝতে হবে কোথায় উন্নতি করা দরকার। কারণ লিগ জিততে হলে এখনও অনেক দূর যেতে হবে। ভুল থেকে না শিখলে কিন্তু লক্ষ্যপূরণ হবে না।’’
ম্যান ইউ ম্যানেজার ওয়ে গুন্নার সোলসার এ দিন উচ্ছ্বসিত প্রশংসা করেছেন হিয়ার। একই সঙ্গে অবশ্য বলেছেন, ‘‘চোটের জন্য আমাদের খেলায় ছন্দ তৈরি হয়নি। তবে ভেঙে পড়ার মতো কিছু হয়নি। এখনও অনেক ম্যাচ বাকি। আশা করছি, প্রথম চারে লিগ শেষ করতে পারব।’’ ম্যান ইউ ম্যানেজারের আরও কথা, ‘‘প্রথমার্ধে আমরা কার্যত সবই ভুল করেছি। তার উপর চার জন চোট পায়। চোট নিয়েই মাঠে থাকতে হল মার্কাস র্যাশফোর্ডকে। তবু বলব, লিভারপুল গোলের সুযোগই তৈরি করতে পারেনি। এ’জন্য কিন্তু আমরাই কৃতিত্ব পাব। আলাদা করে বলতে হবে হিয়ার কথা। ও থাকা মানে আমরা অনেকটাই নিশ্চিন্ত হয়ে খেলতে পারি।’’