ইংলিশ প্রিমিয়ার লিগে এএফসি বর্নমাউথকে হারিয়ে লিগ তালিকার দু’নম্বরে উঠে এল ম্যানচেস্টার সিটি। শুরু করেছিল সিটিই। শেষ করল হোম টিম। কিন্তু সেটাও ম্যানচেস্টারের পক্ষেই। বর্নমাউথের গোল্ডস্যান্ডস স্টেডিয়ামে ম্যানচেস্টার সিটি ২-০ গোলে হারিয়ে দিল বর্নমাউথ। ম্যাচ শুরুর ২৯ মিনিটের মধ্যেই গুয়ার্দিওলার দলকে এগিয়ে দিয়েছিলেন শাকিল স্টার্লিং। কিন্তু সিটির গোলের নিচে অসাধারণ সেভটি কাবালেরো না করলে ১৯ মিনিটেই পিছিয়ে পড়ত সিটি। উইলশেয়ারের মাপা শট অসাধারণ দক্ষতায় বাঁচিয়ে দেন সিটি গোলকিপার। ২৮ মিনিটে কুক বর্নমাউথের গোলের সামনে না এসে পড়লে তখনই গোল হয়ে য়ায়। কিন্তু সেই গোল এক মিনিট পরেই তুলে নেন স্টার্লিং। ৩১ মিনিটেই সমতায় ফিরতে পারত সিটির প্রতিপক্ষ। কিন্তু ফাউলের জন্য তা বাতিল হয়। প্রথমার্ধ শেষ হয় ১-০ গোলেই।
আরও খবর: মেসিকে আটকাতে গেলে বেঁধে রাখা ছাড়া উপায় কী
ম্যানচেস্টার সিটি ও এএফপি বর্নমাউথের খেলার একটি মুহূর্ত।
জিতলেও ম্যানচেস্টার সিটিকে কম বেগ পেতে হয়নি। দ্বিতীয়ার্ধে গোলের সুযোগ তেমনভাবে তৈরি করতে পারেননি সিলভা, জেসাসরা। ৮৪ মিনিটে একটি শট ক্রসবারে লাগা ছাড়া গোলের সামনে সিটির কোনও ভূমিকা দেখা যায়নি। বরং আবারও ম্যানচেস্টার সিটির গোলের নিচে কাবালেরো প্রাচীর তৈরি না করলে গোল হজম করতে হত আগুয়েরোদের। তার পরই ছন্দপতন। ৬৯ মিনিটে নিজের গোলেই বল পাঠিয়ে ম্যান সিটির ব্যবধান বাড়িয়ে দেন টাইরন মিঙ্গস। এই ম্যাচ জিতে ২৫ ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এল ম্যানচেস্টার সিটি। আট পয়েন্ট এগিয়ে শীর্ষেই চেলসি। তিন নম্বরে ৫০ পয়েন্ট নিয়ে টটেনহ্যাম হটস্পার। একই পয়েন্ট নিয়ে চারে আর্সেনাল। ৪৯ পয়েন্ট নিয়ে পাঁচে লিভারপুল। ম্যানচেস্টার ইউনাইটেড এখনও ছ’নম্বরে। পয়েন্ট ৪৮।