ইডেনে টেস্ট দেখতে আসার অভিজ্ঞতা সুখকর হল না বিশ্বচ্যাম্পিয়ন দাবাড়ু ম্যাগনাস কার্লসেনের। টেস্টের দ্বিতীয় দিনে ঘণ্টা বাজিয়ে খেলা শুরু করার জন্য ইডেনে আমন্ত্রণ জানানো হয়েছিল কার্লসেন ও বিশ্বনাথন আনন্দকে।
একটি সর্বভারতীয় দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে কার্লসেন বলেছেন, ‘‘আনন্দই তো ঘন্টা বাজাল। আমি বোকার মতো দাঁড়িয়েছিলাম। ম্যাচ নিয়ে এটাই আমার প্রতিক্রিয়া। ক্রিকেট সম্পর্কে আমাকে অনেক কিছু জানতে হবে।’’
ক্রিকেট সম্পর্কে কোনও ধারণাই নেই কার্লসেনের। দাবার বোর্ডই তাঁর পৃথিবী। এ হেন কার্লসেন ভারত-বাংলাদেশ টেস্ট সম্পর্কে খবরাখবর নেওয়ার জন্য প্রশ্ন করেন, ‘‘খেলা কি শেষ হয়ে গিয়েছে? নাকি এখনও চলছে?’’