Advertisement
০৭ ডিসেম্বর ২০২৪
mahendra singh dhoni

স্লিম ফিট পার্পল ড্রেস, গান গেয়ে জন্মদিনের পার্টি মাতালেন সাক্ষী ধোনি, ভাইরাল ভিডিয়ো

বন্ধুদের সঙ্গে দিব্যি গলা মেলাচ্ছেন সাক্ষী, মজা করছেন

মেয়ে জিভা ও স্বামী ধোনির সঙ্গে এই ছবিটি সাক্ষী পোস্ট করেন তাঁর ইনস্টাগ্রামে।

মেয়ে জিভা ও স্বামী ধোনির সঙ্গে এই ছবিটি সাক্ষী পোস্ট করেন তাঁর ইনস্টাগ্রামে।

সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ২০ নভেম্বর ২০১৮ ০৭:৫৮
Share: Save:

ভারতীয় দল যখন অস্ট্রেলিয়ায় প্রথম টি-২০র প্রস্তুতি ব্যস্ত তখন স্ত্রীর জন্মদিনের পার্টিতে মাতলেন মহেন্দ্র সিংহ ধোনি। রবিবারই মুম্বইয়ে স্ত্রী সাক্ষীর জন্মদিন পালন করলেন ধোনি। নিজের জন্মদিনের পার্টিতে পার্পল ড্রেস আর হাই হিলে আবারও ফ্যাশনিস্তা সাক্ষীকে দেখা গেল।

শুধু তাই নয়, বন্ধুদের সঙ্গে গান গাইলেন, মজা করলেন তিরিশে পা দেওয়া তরুণী। সাক্ষী ধোনির গানের সেই ভিডিয়ো ভাইরাল হল।

নিজেই ইনস্টাগ্রাম থেকে জন্মদিনের মুহূর্তগুলি ভাগ করে নিয়েছেন সাক্ষী। কী গান গাইছিলেন তিনি?

A post shared by Sakshi Singh Dhoni (@sakshisingh_r) on

রবিবার গভীর রাতে পোস্ট করা সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে সাক্ষী বন্ধুদের সঙ্গে গাইছেন, ‘‘লব পে আতি হ্যায় দুয়া’’।

আরও পড়ুন: মাইনাস ৫০ ডিগ্রি তাপমাত্রা, ১৮ হাজার ফুট উচ্চতা, লাদাখে বিশ্বের প্রথম হিমবাহ চেরা রাস্তা

দুটো ভিডিয়ো নিজের সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট থেকে পোস্ট করলেন সাক্ষী। তার মধ্যে একটিতে দেখা যাচ্ছে গাইতে গাইতে সবাই মিলে হাত ধরে ঘুরছেন। তবে জন্মদিনের পার্টির অন্যতম জনপ্রিয় ছবিটি কিন্তু কিন্তু ধোনির সঙ্গে সাক্ষী আর তাঁদের মেয়ে জিভার। বেলুনের গেটের সামনে দাঁড়িয়ে তিনজন। ধোনির কোলে জিভা। এই ছবিটি পোস্ট হতেই প্রায় সাড়ে চার লক্ষ লাইক পড়ে যায়।

আরও পড়ুন: এই কাঁকড়ার এক লিটার রক্তের দাম ১১ লক্ষ টাকা, কেন জানেন?​

ওয়েস্ট ইন্ডিজের পর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ সিরিজ থেকে বিশ্রাম দেওয়া হয়েছে ধোনিকে। যা নিয়ে কম সমালোচনার মুখে পড়তে হয়নি নির্বাচকদের।

দলে ধোনির না থাকা নিয়ে নির্বাচক থেকে বিরাট কোহলি, রোহিত শর্মা থেকে প্রাক্তন ক্রিকেটার সকলেই কথা বলেছেন। শুধু ধোনির তরফে কোনও মন্তব্য পাওয়া যায়নি। কিন্তু সব বিতর্ক দূরে সরিয়ে স্ত্রীর জন্মদিনের পার্টিতে দিব্যি মেতেছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক।

(ইতিহাসের পাতায় আজকের তারিখ, দেখতে ক্লিক করুন — ফিরে দেখা এই দিন।)

সেই পার্টির আকর্ষণের কেন্দ্রে ছিলেন অল-রাউন্ডার হার্দিক পাণ্ড্যে। তিনিও চোটের জন্য ভারতীয় দলের সঙ্গে অস্ট্রেলিয়া সফরে যেতে পারেননি।

A post shared by Sakshi Singh Dhoni (@sakshisingh_r) on

রবিবারই কোচ রবি শাস্ত্রী বলেছিলেন, হার্দিকের অভাব বোঝা যাবে। সাক্ষীর জন্মদিনের পার্টি থেকেই হার্দিক ছবি পোস্ট করলেন ইনস্টাগ্রামে।

Forever love ❤️ @mahi7781

A post shared by Hardik Pandya (@hardikpandya93) on

যেখানে দেখা যাচ্ছে ধোনিকে পিছন থেকে জড়িয়ে রেখেছেন হার্দিক। আর ক্যাপশনে লিখেছেন, ‘ফরএভার লাভ’। হার্দিকের ধোনির প্রতি এই ভালবাসার ছবিও নেটিজেনদের পছন্দের তালিকায় রয়েছে।

ক্রিকেটারদের ইন্টারভিউ, ফুটবলারদের ইন্টারভিউ, অ্যাথলিটদের লড়াইয়ের গল্প - ক্রীড়াজগতের সব খবর আমাদের খেলা বিভাগে।

অন্য বিষয়গুলি:

Celebrity Birthday Cricket Cricketer Sakshi Dhoni MS Dhoni Mahendra Singh Dhoni Birthday Viral Viral Video Video
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy