Advertisement
২১ মে ২০২৪

মৃত্যুবার্ষিকীতে অঙ্কিতকে ভুলে গেল ময়দান

ময়দান কি ভুলেই গেল অঙ্কিত কেশরীকে? বোধহয় তাই।এক বছর আগে সল্টলেকের যাদবপুর বিশ্ববিদ্যালয় মাঠে ম্যাচ চলাকালীন ফিল্ডিং করতে গিয়ে সংঘর্ষে এই তরুণ ক্রিকেটার মারা গিয়েছিলেন ঠিক এই দিনে।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২১ এপ্রিল ২০১৬ ০৪:৩২
Share: Save:

ময়দান কি ভুলেই গেল অঙ্কিত কেশরীকে? বোধহয় তাই।

এক বছর আগে সল্টলেকের যাদবপুর বিশ্ববিদ্যালয় মাঠে ম্যাচ চলাকালীন ফিল্ডিং করতে গিয়ে সংঘর্ষে এই তরুণ ক্রিকেটার মারা গিয়েছিলেন ঠিক এই দিনে। ২০ এপ্রিল। কিন্তু বুধবার অঙ্কিতের ক্লাব ইস্টবেঙ্গল বা সিএবি কোথাও স্মরণ করা হল না অকালে ঝরে যাওয়া এই ক্রিকেটারকে। স্মরণসভা তো দূরঅস্ত, একটা মালাও পড়েনি তাঁর ছবিতে।

গত বছর ইস্টবেঙ্গল-ভবানীপুর ম্যাচে পরিবর্ত ফিল্ডার হিসেবে মাঠে নেমে ক্যাচ ধরতে গিয়ে বোলার সৌরভ মন্ডলের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আঘাত পেয়েছিলেন অঙ্কিত। তিন দিন পর হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই তরুণ ক্রিকেট প্রতিভা।

এ দিন কেন তাঁকে একটি মালা দিয়েও স্মরণ করা গেল না তা জানতে চাইলে সিএবি-র যুগ্ম সচিব সুবীর গঙ্গোপাধ্যায় বলেন, ‘‘মালা দিয়ে স্মরণ করা না হলেও অঙ্কিতকে আমরা ভুলিনি। খেলতে গিয়ে অকাল প্রয়াণের পর ওর পরিবারের পাশেই থেকেছে সিএবি।’’

অঙ্কিতের ক্লাব ইস্টবেঙ্গলের ক্রিকেট সচিব সদানন্দ মুখোপাধ্যায়ের গলাতেও একই সুর, ‘‘ছবিতে মালা দিয়ে স্মরণ না করা হলেও, অঙ্কিত আমাদের হৃদয়েই রয়েছে। থাকবেও।’’

যা শুনে অঙ্কিতের পরিবারের তরফে বাবা রাজকুমার কেশরী বলছেন, ‘‘সিএবি বা ক্লাব ওকে স্মরণ করেছে কি না তা জানতে চাই না। তবে ওর মাঠের বন্ধুরা আজ বাড়িতে এসেছিল। সেখানেই ওকে স্মরণ করেছি আমরা।’’

মেয়র’স কাপ সাউথ পয়েন্টের: কলকাতা পুরসভা ও সিএবি-র যৌথ উদ্যোগে আয়োজিত মেয়র’স কাপ ফাইনালে চ্যাম্পিয়ন হল সাউথ পয়েন্ট হাইস্কুল। বুধবার ইডেনে ন্যাশনাল হাইস্কুলকে তারা হারাল ৮ উইকেটে। শুরুতে ব্যাট করতে নেমে ৩৫.২ ওভারে ৮১ রানে অলআউট হয়ে যায় ন্যাশনাল হাইস্কুল। জবাবে ২৬.১ ওভারে দু’উইকেট হারিয়ে ৮৫ রান তুলে ম্যাচ জিতে নেয় সাউথ পয়েন্ট। জয়ী দলের হয়ে অপরাজিত ৫৪ রানের ইনিংস খেলে অর্ক চক্রবর্তী। ১২ রানে তিন উইকেট নেয় অনিকেত অগ্রবাল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Ankit Shrama Maidan
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE