Advertisement
১৯ এপ্রিল ২০২৪

ইপিএলের দুই ক্লাব সমস্যায়

চ্যাম্পিয়ন্স লিগের ফিরতি ম্যাচে আজ, মঙ্গলবার স্বাধীন ম্যানেজার হিসেবে জোসে মোরিনহোর প্রথম ক্লাব বেনফিকার বিরুদ্ধে নামছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড।

প্রশ্ন: পোগবার ভবিষ্যৎ ঘিরে অনিশ্চয়তা। ফাইল চিত্র

প্রশ্ন: পোগবার ভবিষ্যৎ ঘিরে অনিশ্চয়তা। ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০১৭ ০৪:১১
Share: Save:

পল পোগবার মাঠে ফেরা নিয়ে ধোঁয়াশা অব্যাহত।

চ্যাম্পিয়ন্স লিগের ফিরতি ম্যাচে আজ, মঙ্গলবার স্বাধীন ম্যানেজার হিসেবে জোসে মোরিনহোর প্রথম ক্লাব বেনফিকার বিরুদ্ধে নামছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। ওল্ড ট্র্যাফোর্ডে পুরনো ক্লাবের বিরুদ্ধে দ্বৈরথের আগে আলোচনার কেন্দ্রে কিন্তু ফরাসি তারকা। বেনফিকা-র বিরুদ্ধে ম্যাচের আগে সাংবাদিক বৈঠকে মোরিনহো বলেছেন, ‘‘পোগবা কবে মাঠে ফিরবে তা নিয়ে আমার কোনও ধারণা নেই। ওকে সুস্থ করে তোলার জন্য যাঁরা কাজ করছেন, আমি দলে নেই। পোগবা আমার কাছে ট্রেনিংও করছে না।’’

পোগবার চেয়েও এই মুহূর্তে রোমেলু লুকাকু যে ম্যান ইউ বস‌্-এর কাছে বেশি গুরুত্বপূর্ণ, তা সাংবাদিক বৈঠকেই স্পষ্ট করে দিয়েছেন তিনি। বলেছেন, ‘‘গোল করাই যে স্ট্রাইকারের একমাত্র কাজ নয়, সেটা লুকাকু প্রত্যেকটা ম্যাচেই প্রমাণ করছে। ও এখন ধরাছোঁয়ার বাইরে।’’

বেনফিকার বিরুদ্ধে প্রথম লেগের ম্যাচে অবশ্য লুকাকু নন, নায়ক ছিলেন ইয়ান র‌্যাশফোর্ড। লিসবনে তাঁর একমাত্র গোলেই জিতেছিল ম্যান ইউ। ওল্ড ট্র্যাফোর্ডে লুকাকু প্রথম দলে থাকলেও র‌্যাশফোর্ড-কে নিয়ে জল্পনা বাড়ছে। কারণ, মোরিনহো কখনও অ্যান্থনি মার্শিয়ালের পরিবর্ত হিসেবে নামান র‌্যাশফোর্ড-কে। কখনও আবার র‌্যাশফোর্ডের পরিবর্তে মাঠে নামেন মার্শিয়াল। বেনফিকার বিরুদ্ধে কী হবে? মোরিনহো বলেছেন, ‘‘সপ্তাহখানেক আগেই র‌্যাশফোর্ড-মার্শিয়ালকে একসঙ্গে খেলিয়েছি। কখনওই বারোজনকে খেলানো সম্ভব নয়।’’

চ্যাম্পিয়ন্স লিগে ‘এ’ গ্রুপে তিন ম্যাচে নয় পয়েন্ট নিয়ে শীর্ষে ম্যান ইউ। বেনফিকার পয়েন্ট শূন্য। ওল্ড ট্র্যাফোর্ডে জিতলেই নক-আউটে পৌঁছে যাবেন রোমেলু লুকাকু-রা। ম্যান ইউ ম্যানেজার বলছেন, ‘‘আমাদের প্রধান লক্ষ্য গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নক-আউটে যোগ্যতা অর্জন করা। তবে ম্যাচটা একেবারেই সহজ হবে না।’’

মোরিনহোর আর এক পুরনো ক্লাবও চেলসি-ও চ্যাম্পিয়ন্স লিগে রোমার বিরুদ্ধে নামছে মঙ্গলবার। তিন ম্যাচে সাত পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে এই মুহূর্তে আলভারো মোরাতা-রা। সমসংখ্যক ম্যাচ খেলে পাঁচ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রোমা। সোমবার জিতলে চেলসি-ও পৌঁছে যাবে নক-আউটে। কিন্তু গুরুত্বপূর্ণ ম্যাচের আগে চেলসি শিবিরে অস্বস্তি বাড়িয়েছে ইতালির প্রবল ঠান্ডা এবং রোমা ম্যানেজারের স্ট্র্যাটেজি।

ঘরের মাঠে ইতালির দলের বিরুদ্ধে ২-২ ড্র করেছিল চেলসি। এ বার লড়াই রোমার ঘরের মাঠে। যদিও চেলসির প্রধান ভরসা এডেন অ্যাজার বলেছেন, ‘‘ম্যাচ খেলার জন্য আমি পুরোপুরি তৈরি। আমাদের সামনে বেশ কয়েকটি কঠিন ম্যাচ রয়েছে। প্রথমে চ্যাম্পিয়ন্স লিগ। তার পর ইংলিশ প্রিমিয়ার লিগে ওয়াটফোর্ড ও বোর্নমুথের বিরুদ্ধে লড়াই। আমরা সমস্ত ম্যাচের জন্যই প্রস্তুত।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE