Advertisement
০৫ মে ২০২৪

বঙ্গযোদ্ধাদের অভিযানে আজ আকর্ষণ মানসী

প্রতিযোগিতার প্রথম দিনের প্রথম ম্যাচেই বঙ্গযোদ্ধাদের প্রতিপক্ষ গুজরাত ফরচুনজায়ান্টস। আমদাবাদে গিয়ে গুজরাতের এই দলটিকেই ২৮-২৬ ফলে হারিয়ে এসেছিল বলিউড অভিনেতা অক্ষয় কুমারের দল বেঙ্গল ওয়ারিয়র্স।

আত্মবিশ্বাসী: অধিনায়ক মনিন্দরের সঙ্গে কোচ রমেশ। ছবি: সুদীপ্ত ভৌমিক

আত্মবিশ্বাসী: অধিনায়ক মনিন্দরের সঙ্গে কোচ রমেশ। ছবি: সুদীপ্ত ভৌমিক

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০১৯ ০৬:১০
Share: Save:

সদ্য সুইৎজ়ারল্যান্ড থেকে মহিলাদের প্যারা ব্যাডমিন্টন বিশ্ব চ্যাম্পিয়নশিপ থেকে সোনা জিতে নজির গড়েছেন। সেই মানসী জোশী জাতীয় সঙ্গীত গেয়ে শনিবার কলকাতায় শুরু করবেন প্রো-কবাডির সপ্তম সংস্করণ।

প্রতিযোগিতার প্রথম দিনের প্রথম ম্যাচেই বঙ্গযোদ্ধাদের প্রতিপক্ষ গুজরাত ফরচুনজায়ান্টস। আমদাবাদে গিয়ে গুজরাতের এই দলটিকেই ২৮-২৬ ফলে হারিয়ে এসেছিল বলিউড অভিনেতা অক্ষয় কুমারের দল বেঙ্গল ওয়ারিয়র্স। দলের কোচ বি সি রমেশ ও অধিনায়ক মনিন্দর সিংহ বলছেন, ‘‘এ বার আমাদের দল বেশ শক্তিশালী। আশা করছি ফাইনাল খেলব। তবে বেশ কিছু ম্যাচে জয়ের খুব কাছ থেকে ফিরতে হয়েছে। তার জন্য আক্রমণ ও রক্ষণের মেলবন্ধন জরুরি।’’

বাংলার বিশ্বজিৎ পালিতের সঙ্গে ১৯৯৮ সালের এশিয়ান গেমসে সোনাজয়ী কবাডি দলের সদস্য ছিলেন রমেশ। তাঁর হাত ধরেই এ বারের প্রো-কবাডি লিগে ছুটছে বাংলার দল বেঙ্গল ওয়ারিয়র্স। ১২ দলের এই লিগে দ্বাদশ রাউন্ডের পরে ৪০ পয়েন্ট নিয়ে চার নম্বরে রয়েছেন বঙ্গযোদ্ধারা। কলকাতায় প্রতিযোগিতা চলবে ১২ সেপ্টেম্বর পর্যন্ত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Pro Kabadi league Manasi Girishchandra Joshi Kabadi
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE