Advertisement
২৪ এপ্রিল ২০২৪

খেতাবের আরও কাছে ম্যান সিটি

রবিবার ম্যান সিটিকে একমাত্র গোলের জন্য এক ঘণ্টার উপর অপেক্ষা করতে হলেও গুয়ার্দিওলা বললেন, ‘‘টার্ফ মুরের মাঠ খুব খারাপ। বল গড়াচ্ছিল না। প্রথম থেকে ছেলেরা সমস্যায় পড়েছে। তার পরেও ম্যাচটা জিততে পেরে আমি খুশি।’’

উল্লাস: গোলের পর আগুয়েরো। রবিবার প্রিমিয়ার লিগে। রয়টার্স

উল্লাস: গোলের পর আগুয়েরো। রবিবার প্রিমিয়ার লিগে। রয়টার্স

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০১৯ ০৪:৫৯
Share: Save:

টার্ফ মুরে রবিবার ম্যাঞ্চেস্টার সিটি ১-০ গোলে হারাল বার্নলিকে। ইপিএলে শেষ দু’টো ম্যাচ জিতলেই টানা দ্বিতীয় বার লিগ খেতাব জিতে যাবে পেপ গুয়ার্দিওলার ক্লাব। ৬৩ মিনিটে ম্যাচের একমাত্র গোল করলেন সের্খিয়ো আগুয়েরো। ম্যান সিটি ৩৬ ম্যাচে ৯২ পয়েন্ট তুলে এখন লিগ টেবলের শীর্ষে। লিভারপুলের পয়েন্ট ৩৬ ম্যাচে ৯১। য়ুর্গেন ক্লপের ক্লাবকে প্রিমিয়ার লিগ খেতাব পেতে হলে বাকি সব ম্যাচ জিততে হবে এবং ম্যান সিটিকেও পয়েন্ট নষ্ট করতে হবে।

রবিবার ম্যান সিটিকে একমাত্র গোলের জন্য এক ঘণ্টার উপর অপেক্ষা করতে হলেও গুয়ার্দিওলা বললেন, ‘‘টার্ফ মুরের মাঠ খুব খারাপ। বল গড়াচ্ছিল না। প্রথম থেকে ছেলেরা সমস্যায় পড়েছে। তার পরেও ম্যাচটা জিততে পেরে আমি খুশি।’’ সঙ্গে যোগ করলেন, ‘‘সব চেয়ে ভাল লাগছে ছেলেদের মানসিকতা দেখে। লিগের প্রথম দিন থেকে ওদের খেলায় মরিয়া ভাব স্পষ্ট। সেটা আজও বোঝা গেল। এক গোলে জিতেছি আমরা, কিন্তু আরও তিনটি গোল হওয়ার কথা। একটা পেনাল্টিও পাইনি।’’

ইপিএলে রবিবার নজর ছিল ওল্ড ট্র্যাফোর্ডে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড বনাম চেলসি ম্যাচেও। প্রথম চারে লিগ শেষ করতে এই ম্যাচটি অসম্ভব গুরুত্ব ছিল দু’দলে কাছে। যদিও কেউই শেষপর্যন্ত জেতেনি। ফল ১-১। ১১ মিনিটে খুয়ান মাতার গোলে এগিয়ে যায় ম্যান ইউ। কিন্তু তাদের দুর্ভাগ্য, আবার সেই দাভিদ দা হিয়ার মারাত্মক ভুলে ৪৩ মিনিটে গোল শোধ করে দেয় চেলসি। গোল করেন মার্কোস আলোনসো। এ দিন আবার আর্সেনাল বিশ্রী ভাবে ০-৩ হেরেছে লেস্টার সিটির কাছে। তাই ড্র করেও লিগ টেবলে চার নম্বরে থাকল চেলসি (৩৬ ম্যাচে ৬৮ পয়েন্ট)। আর ম্যান ইউ পড়ে থাকল ছ’নম্বরেই। তাদের পয়েন্ট ৩৬ ম্যাচে ৬৫। পাঁচে থাকা আর্সেনালের পয়েন্ট ৩৬ ম্যাচে ৬৬।

রবিবার খেলার প্রধমার্ধে ম্যান সিটির ফুটবলে প্রত্যাশিত ছন্দ ছিল না। তার মধ্যেও আগুয়েরো গোলের জন্য মরিয়া ছিলেন। তবে প্রধমার্ধে তিনি মাঝমাঠ থেকে দলকে খেলাচ্ছিলেন। কিন্তু তাতে কাজ না হওয়ায় দ্বিতীয়ার্ধে সারাক্ষণই প্রায় বিপক্ষ পেনাল্টি বক্সে গোলের জন্য বারবার উঠে এসেছেন। গোলও পেয়েছেন শেষ পর্যন্ত। গুয়ার্দিওলা অবশ্য শুধু আগুয়েরোর প্রশংসা করেননি, ‘‘আসল কাজ আগুয়েরোই করলেও তার অর্থ এই নয় যে, অন্যরা খারাপ খেলেছে। আমি এই দলটার জন্য গর্বিত। শেষ পর্যন্ত প্রিমিয়ার লিগ জিততে না পারলেও আমার কোনও আক্ষেপ থাকবে না ছেলেদের মানসিকতার জন্য। আমাদের দুর্ভাগ্য যে, চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে গিয়েছি। কিন্তু তার জন্য সব কিছু শেষ হয়ে যায়নি। বরং ছেলেদের দেখে মনে হচ্ছে, ওদের জেদ বেড়েছে। বারবার খালি হাতে ফিরতে চায় না দলটা।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE