Advertisement
০২ মে ২০২৪

পাঁচ গোলে জিতে শীর্ষে থেকে গেল ম্যান সিটি 

ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষস্থানে নিজেদের অবস্থান আর একটু পোক্ত করল গতবারের চ্যাম্পিয়ন ম্যাঞ্চেস্টার সিটি। শনিবার এতিহাদে বার্নলিকে ৫-০ গোলে উড়িয়ে পেপ গুয়ার্দিওলার দল ২৩ পয়েন্টে পৌঁছে যায়।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২১ অক্টোবর ২০১৮ ০৪:৫৬
Share: Save:

ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষস্থানে নিজেদের অবস্থান আর একটু পোক্ত করল গতবারের চ্যাম্পিয়ন ম্যাঞ্চেস্টার সিটি। শনিবার এতিহাদে বার্নলিকে ৫-০ গোলে উড়িয়ে পেপ গুয়ার্দিওলার দল ২৩ পয়েন্টে পৌঁছে যায়। শনিবার মহম্মদ সালাহর গোলে হাডার্সফিল্ডকে হারানো লিভারপুলের পয়েন্টও অবশ্য ২৩। তবে গোল পার্থক্যে তারা দু’নম্বরে রয়েছে। প্রসঙ্গত সালাহ গোল পেলেন চার ম্যাচ পরে।

বার্নলির গোলরক্ষক জো হার্ট প্রিয় মাঠে ফিরে অসাধারণ গোলরক্ষা করলেও ম্যান সিটি পাঁচ বার তাঁকে হার মানায়। এই মরসুমেই তিনি ম্যান সিটি ছেড়ে বার্নলিতে যোগ দিয়েছেন। সিটির হয়ে গোল করলেন সের্খিয়ো আগুয়েরো, বের্নার্দো সিলভা, ফার্নান্দিনহো, রিয়াধ মাহরেজ ও লেরয় সানে। নিজেদের মাঠে এ বার একটিও ম্যাচ হারেনি ম্যান সিটি। শনিবার জিতেছে টটেনহ্যামও। ১-০ হারিয়েছে ওয়েস্ট হ্যামকে। একমাত্র গোল এরিক লামেলার। ৯ ম্যাচে ২১ পয়েন্ট টটেনহ্যামের।

বার্নলির বিরুদ্ধে ম্যাচের ৭০ শতাংশ বল নিয়ন্ত্রণ ম্যান সিটিরই ছিল। সারা ম্যাচে ২৪ বার তারা বিপক্ষ গোলে শট নিয়েছে। ১০ বার শট লক্ষ্যে ছিল। প্রথমার্ধে কার্যত আক্রমণই করতে পারেনি বার্নলি। যদিও প্রথমার্ধে একটির বেশি গোল পায়নি। মনে হয়েছিল হার্টই না নায়ক হয়ে যান। এমনিতে সিটি সমর্থকদের কাছে আজও হার্ট দারুণ জনপ্রিয়। আর ম্যাচের চব্বিশ ঘণ্টা আগেই গুয়ার্দিওলা সাংবাদিক সম্মেলনে এসে বলে যান, ‘‘জানি না কাল হার্টই আমাদের সামনে প্রাচীর হয়ে দাঁড়াবে কি না। হতে পারে, ওকে ক্লাব ছাড়তে দিয়ে আমি ভুলই করেছিলাম।’’ শেষ পর্যন্ত অবশ্য ম্যান সিটির জন্য অতটা খারাপ কিছু হয়নি। দ্বিতায়ার্ধে তারা আরও চার গোল করে। পেপ যা নিয়ে সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় জানালেন, ‘‘দারুণ সুন্দর সব গোল দেখলাম।’’

ম্যাঞ্চেস্টার সিটি ৫ বার্নলি ০

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

EPL Manchester City Football
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE