Advertisement
E-Paper

জোড়া ধাক্কা মোরিনহোর

দুর্বল দলকে নিয়ে স্বপ্নের ট্রফি জেতা। সোনার মগজাস্ত্রে বার্সেলোনা, আর্সেনালের মতো ক্লাবেদের পর্যদুস্ত করা। প্লেয়ারদের সন্তানের মতো আগলে রাখা।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৮ নভেম্বর ২০১৬ ০৩:৫৩
বোতলে লাথি মেরে মাঠ ছাড়তে হল মোরিনহোকে। রবিবার। ছবি: রয়টার্স

বোতলে লাথি মেরে মাঠ ছাড়তে হল মোরিনহোকে। রবিবার। ছবি: রয়টার্স

দুর্বল দলকে নিয়ে স্বপ্নের ট্রফি জেতা। সোনার মগজাস্ত্রে বার্সেলোনা, আর্সেনালের মতো ক্লাবেদের পর্যদুস্ত করা। প্লেয়ারদের সন্তানের মতো আগলে রাখা। চেলসি, ইন্টার মিলানের মতো ক্লাবের ইতিহাসে নিজের নাম স্বর্ণাক্ষরে লিখে দেওয়া। অতীতের ‘দ্য স্পেশ্যাল ওয়ান।’

চতুর্থ রেফারির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে স্ট্যান্ডে চলে যাওয়া। দলের তারকাদের সঙ্গে ঝামেলায় জড়ানো। জনসমক্ষে দলের প্লেয়ারদের কটাক্ষ করা। ট্রফি জেতার দৌড়ে না থাকা। বর্তমানের ‘দ্য স্পেশ্যাল ওয়ান।’

জোসে মোরিনহোর কেরিয়ারে বিতর্ক কোনও নতুন শব্দ নয়। তাঁর সোনার মগজাস্ত্রের জন্য যত প্রশংসা কুড়িয়েছেন ঠিক ততই বিতর্কেও বিদ্ধ করা হয়েছে পর্তুগিজ কোচকে।

পার্থক্য একটাই— এক সময়ের বিতর্কিত মোরিনহো জয় ঠিক এনে দিতেন ক্লাবকে। কিন্তু গত মরসুমে প্রিয় ক্লাব চেলসি থেকে বরখাস্ত হওয়ার পরে কোথাও যেন সেই জিনিয়াস হারিয়ে গিয়েছে। অন্তত ম্যাঞ্চেস্টার ইউনাইটেড তাঁকে খুজে পায়নি এখনও।

রবিরার রাতে ঘরের মাঠে ফের আর এক ম্যাচ। ফের আর এক ড্র। ওয়েস্ট হ্যামের বিরুদ্ধে ১-১ ড্র করে ওল্ড ট্র্যাফোর্ডে দু’পয়েন্ট নষ্ট করল ম্যান ইউনাইটেড। যে ম্যাচের অর্ধেক স্ট্যান্ডে বসেই দেখতে হল মোরিনহোকে।

ম্যাচের শুরুতেই দিয়াফ্রা শাখোর গোলে ১-০ এগোয় ওয়েস্ট হ্যাম। জবাবে জ্লাটান ইব্রাহিমোভিচ ১-১ করেন। মাঠের বাইরে তখন স্বমেজাজে মোরিনহো। রেফারির সিদ্ধান্তের বিরুদ্ধে চতুর্থ রেফারির কাছে প্রতিবাদ জানান ইউনাইটেড কোচ। রাগের মাথায় বোতলে লাথিও মারেন। রেফারির ধৈর্যের বাঁধ ভাঙে। ২৮ মিনিটে মোরিনহোকে স্ট্যান্ডে পাঠিয়ে দেন রেফারি। স্ট্যান্ডে বসে অসহায় ভাবেই এর পর মোরিনহোকে সাক্ষী থাকতে হয় আর এক বিরক্তিকর ড্রয়ের। বিরতির পর রুনি, মাখিতারিয়ানদের নামিয়েও জয় তুলতে ব্যর্থ রেড ডেভিলরা। ফলে এখন শীর্ষে থাকা চেলসির থেকে এগারো পয়েন্ট পিছিয়ে গেল ইউনাইটেড। কিছু দিন আগে মোরিনহো দাবি করেছিলেন, প্রিমিয়ার লিগ জেতার ক্ষমতা রাখে ইউনাইটেড। কিন্তু পরিস্থিতি যা তাতে এখন ইউনাইটেডের লিগ জেতা মেসির বার্সেলোনা ছাড়ার মতোই। এক কথায়— অসম্ভব!

মোরিনহোর বর্তমান দল যেখানে একটার পর একটা ধাক্কা খেয়ে চলেছে, তাঁর প্রাক্তন ক্লাবে এখন অবশ্য বসন্ত।

৩-৪-৩ ফর্মেশনে চেলসিকে পাল্টে টানা সাত ম্যাচ জিতেছেন আন্তোনিও কন্তে। চেলসির স্বপ্নের ফর্ম আটকানোর মতো ক্ষমতা টটেনহ্যামেরও ছিল না। শনিবার রাতের আগে অবধি যারা অপরাজিত ছিল লিগের লড়াইয়ে। কিন্তু স্ট্যামফোর্ড ব্রিজে ১-২ হেরে সেই রেকর্ড এখন ইতিহাস। তাতেও এখনই প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নের স্বপ্ন দেখছেন না চেলসির ইতালীয় কোচ। বরং প্লেয়ারদের একটাই আবেদন জানাচ্ছেন— পা মাটিতে রাখতে। ‘‘এখনই খেতাবের কথা ভাবলে হবে না। কারণ আমাদের আরও উন্নতি করতে হবে। আমাদের নম্র থাকতে হবে। এখনও অনেক দূর যাওয়া বাকি,’’ বলছেন কন্তে।

José Mourinho Manchester United West Ham EPL
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy