Advertisement
০৪ মে ২০২৪
রোনাল্ডো-জল্পনা ফের তুঙ্গে: দু’শো মিলিয়ন নিয়ে নামছেন ওয়েঙ্গার

ইব্রার ইচ্ছের দিনে ঘরের ছেলেকে ফেরাতে নতুন যুদ্ধে ইউনাইটেড

ইউরোপীয় ফুটবল দলবদলের বাজারের নানা টুকরো-টাকরা। যা শুক্রবার দিনভর নানা প্রান্তে ছড়িয়ে-ছিটিয়ে থাকল। কোথাও ইব্রাহিমোভিচের মতো মহাতারকা প্যারিস সাঁ জাঁ ছেড়ে যেতে চাইলেন রেড ডেভিলস দুর্গে।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৫ জুলাই ২০১৫ ০৩:০০
Share: Save:

ডাচম্যানের সঙ্গে পুরনো ঝামেলা সরিয়ে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড যেতে ইচ্ছুক জ্লাটান ইব্রাহিমোভিচ।

আর্সেন ওয়েঙ্গার আসন্ন ক্লাব মরসুমে দু’শো মিলিয়ন পাউন্ড খরচ করবেন। ক্লাবকে যে ফুটবলার-তালিকা ধরিয়েছেন আর্সেনাল কোচ, তাতে এক নম্বর নামটা করিম বেঞ্জিমার।

ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে ফিরিয়ে আনতে তুমুল ভাবে ময়দানে নেমে পড়ল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। আশি মিলিয়ন পাউন্ডের বিশাল অঙ্কের টোপ তারা রাখতে চলেছে পর্তুগিজ মহাতারকার সামনে।

ইউরোপীয় ফুটবল দলবদলের বাজারের নানা টুকরো-টাকরা। যা শুক্রবার দিনভর নানা প্রান্তে ছড়িয়ে-ছিটিয়ে থাকল। কোথাও ইব্রাহিমোভিচের মতো মহাতারকা প্যারিস সাঁ জাঁ ছেড়ে যেতে চাইলেন রেড ডেভিলস দুর্গে। লুই ফান গলের সঙ্গে অতীতের ‘সুসম্পর্কের’ কথা ভুলে গিয়ে। কোথাও আবার ম্যা়ঞ্চেস্টার সিটির বিরুদ্ধে রোনাল্ডোর দুরন্ত পারফরম্যান্স তাঁর টিম বদলকে ঘিরে আগ্রহ আরও উত্তুঙ্গ করে দিল। কোথাও আবার নিজেদের ট্র্যাডিশন ভেঙে টিম বানাতে নেমে পড়ল ইংল্যান্ডের প্রখ্যাত ক্লাব। এবং উপরের জল্পনা যদি সত্যি হয়, তা হলে দলবদলের বাজারে যে টিমটার প্রাপ্তি হবে সেটা, ম্যা়ঞ্চেস্টার ইউনাইটেড। আর যে টিমটার সবচেয়ে ক্ষতি হবে সেটা, রিয়াল মাদ্রিদ।

ম্যা়ঞ্চেস্টার সিটিকে ৪-১ উড়িয়ে দেওয়ার পরই রোনাল্ডোর ইউনাইটেড প্রত্যাবর্তন নিয়ে প্রভূত জল্পনা শুরু হয়ে যায় ব্রিটিশ ফুটবলমহলে। কাগজ, বিভিন্ন ওয়েবসাইট প্রায় সব জায়গায় ছড়িয়ে পড়ে যে, আশি মিলিয়ন পাউন্ডের বিনিময়ে মাদ্রিদ তারকাকে পেতে নতুন করে ঝাঁপিয়েছে ইউনাইটেড। এটাও কেউ কেউ বলতে থাকেন যে, রিয়ালের বর্তমান কোচ রাফা বেনিতেজের সঙ্গে রোনাল্ডোর সম্পর্ক এমনিতেই ভাল নয়। প্র্যাক্টিসেও দিন দু’য়েক আগে রোনাল্ডো গালাগাল করেছেন বেনিতেজকে। তা ছাড়া মাদ্রিদ প্রশাসন নিয়েও সাম্প্রতিকে মোটেও খুশি নন সিআর সেভেন। আসন্ন মরসুমে তিনি নন, গ্যারেথ বেলকে প্রাধান্য দিয়ে টিম করা হবে। যে খবর বলা বাহুল্য সন্তুষ্ট করেনি ব্যালন ডি’অর জয়ীকে। বলা হচ্ছে, দি’মারিয়াকে ছেড়ে দেওয়ার সময় থেকে দু’পক্ষের সম্পর্কে যে শৈত্য তৈরি হয়েছিল তা এখনও পুরো কাটেনি। রোনাল্ডো নিজে কিছু বলেননি। কিন্তু ইব্রাহিমোভিচ মোটামুটি বলেই দিলেন। আয়াখস আমস্টারডামে থাকার সময় ফান গলের সঙ্গে সম্পর্ক মোটেও সুবিধের ছিল না ইব্রার। হালফিলে যে আত্মজীবনী বেরিয়েছে মহাতারকা স্ট্রাইকারের সেখানেও ফান গল নিয়ে ভাল কিছু নেই। কিন্তু সুইডেন স্ট্রাইকার অতীত মনে রাখতে চান না। বর্তমানে বাঁচতে চান।

‘‘আমি যেমন পেশাদার। উনিও তেমন পেশাদার। মনে হয় না কোনও সমস্যা হবে। আসলে যার সঙ্গে কাজ করি না কেন, কারও সঙ্গেই সমস্যা হয় না। আর ও সব ছুটকো-ছাটকা ঝামেলা হয়েই থাকে। সে সব আমার বেশ ভালও লাগে!’’ বলে দিয়েছেন ইব্রাহিমোভিচ। সঙ্গে ফান গল নিয়ে তাঁর সংযোজন, ‘‘আমাদের সম্পর্ক ভাল নয়। আয়াখসে উনি যখন ডিরেক্টর ছিলেন, তখন আমি খেলতাম। আমার দর্শনের সঙ্গে ওঁরটা মিলত না। কিন্তু দিনের শেষে আমি আমার কাজটা করব। উনি ওঁরটা।’’

এ সবের মধ্যে আর্সেনাল আবার নিজেদের পরিচিত ট্র্যাডিশন ভেঙে বিশাল অঙ্ক খরচ করে টিম তৈরি কথা ভাবতে শুরু করে দিল। যে ভাবনায় রিয়াল স্ট্রাইকার বেঞ্জিমা আছেন। ডিফেন্সিভ মিডফিল্ডার পল পোগবাও আছেন যাঁকে কি না বিশ্বে এই মুহূর্তে সবচেয়ে প্রতিভাবানদের এক জন ধরা হচ্ছে। চেলসির গ্যারি কেহিলও ওয়েঙ্গারের তালিকায় আছেন। এবং টিম তৈরিতে ক্লাবের প্রস্তাবিত অঙ্কের মতো ক্লাব ডিরেক্টর লর্ড হ্যারিসের মন্তব্যও সমান আকর্ষণীয়।

কোচ ওয়েঙ্গারকে তিনি যেটা বলেছেন। যে কোনও প্লেয়ার, যাকে খুশি ওয়েঙ্গার নিতে পারেন। শুধু দু’জনকে ছাড়া।

লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডো!

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE