Advertisement
E-Paper

শীতকালীন অধিবেশন কবে হবে? প্রশ্ন উঠছে বিধানসভার অন্দরেই, এসআইআর-ই কি কারণ?

বিধানসভার অধিবেশন বসবে কি না, তা পুরোপুরি নির্ভর করে রাজ্য সরকারের উপর। রাজ্য সরকারের কাছে অধিবেশন সংক্রান্ত কোনও বিল, প্রস্তাব বা অন্য কোনও বিষয় থাকলে, তা স্পিকারকে জানানো হয়।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১১ ডিসেম্বর ২০২৫ ১৫:৫৯
When will the winter session be held? The question is within the West Bengal Legislative Assembly

কবে হবে বিধানসভার শীতকালীন অধিবেশন? —ফাইল চিত্র।

বছর শেষ হতে আর মাত্র তিন সপ্তাহ বাকি। এখনও পশ্চিমবঙ্গ বিধানসভার শীতকালীন অধিবেশন শুরু হয়নি। এমতাবস্থায় বিধানসভার অন্দরেই প্রশ্ন উঠেছে, আদৌ কি এ বার শীতকালীন অধিবেশন হবে? কারণ, প্রতি বছর নভেম্বর মাসের শেষ সপ্তাহ থেকে ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই বসে শীতকালীন অধিবেশন। কিন্তু এ বার ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ পেরিয়ে গেলেও, শীতকালীন অধিবেশন নিয়ে কোনও উচ্চবাচ্য নেই বিধানসভার সচিবালয়ের। তবে রাজনৈতিক মহলের একটি অংশ মনে করছে, ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর)-এর কারণেই শীতকালীন অধিবেশন নিয়ে সিদ্ধান্ত নিতে পারছে না রাজ্য সরকার। আর বিধানসভার অধিবেশন বসবে কি না, সেদিকে নজর রেখে চলেছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন বিজেপি পরিষদীয় দল।

বিধানসভার অন্দরের একটি সূত্র জানাচ্ছে, বিধানসভার অধিবেশন বসবে কি না, তা পুরোপুরি নির্ভর করে রাজ্য সরকারের উপর। রাজ্য সরকারের কাছে অধিবেশন সংক্রান্ত কোনও বিল, প্রস্তাব বা অন্য কোনও বিষয় থাকলে, তা স্পিকারকে জানানো হয়। স্পিকার রাজভবনের সঙ্গে সমন্বয় করে বিধানসভার অধিবেশন ডাকেন। কিন্তু এ ক্ষেত্রে নবান্ন থেকে শীতকালীন অধিবেশন বসানোর কোনও বার্তা স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে আসেনি। তাই তিনি এ বিষয়ে কোনও মন্তব্য করছেন না।

তৃণমূল পরিষদীয় দলের মুখ্যসচেতক নির্মল ঘোষ জানিয়েছেন, শীতকালীন অধিবেশনের প্রস্ততি শুরু করতে তাঁর কাছে এখনও কোনও নির্দেশ আসেনি। তবে তৃণমূল পরিষদীয় দলের একটি সূত্র জানাচ্ছে, সম্প্রতি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন, দলের সব বিধায়ককে এসআইআরের কাজে মনোনীবেশ করতে। সেই নির্দেশ মেনে তৃণমূল বিধায়কেরা নিজ নিজ এলাকার এসআইআরের কাজে মন দিয়েছেন। তাই রাজ্য সরকারের তরফে বিধানসভার শীতকালীন অধিবেশন নিয়ে কোনও প্রস্তুতি নেওয়া হয়নি বলেই আইন দফতর সূত্রে খবর।

প্রসঙ্গত, আগামী বছর বিধানসভা নির্বাচনের আগে এই শীতকালীন অধিবেশন হচ্ছে শেষ পূর্ণাঙ্গ অধিবেশন। আগামী জানুয়ারি কিংবা ফেব্রুয়ারি মাসে অর্ন্তবর্তিকালীন বাজেট অধিবেশন বসবে কয়েকদিনের জন্য। যদি এ বছর শীতকালীন অধিবেশন কোনও কারণে না বসে, তাহলে চলতি সপ্তদশ বিধানসভার আর কোনও পূর্ণাঙ্গ অধিবেশন হবে না। তবে এ বিষয়ে কোনও মন্তব্য করতে নারাজ কোনওপক্ষই। কারণ ১৯ নভেম্বর পেরিয়ে গেলে, আর শীতকালীন অধিবেশন বসার সম্ভবনা কমে যাবে। যেহেতু ২২-২৩ তারিখ থেকেই রাজ্যে বড়দিন এবং ইংরেজি নববর্ষের উৎসব শুরু হয়ে যাবে, আর কোনও উৎসবের সময় রাজ্য সরকার কোনওরকম সরকারি কর্মসূচি করার পক্ষপাতী নন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই বিধানসভার আধিকারিকদের একাংশ মনে করছে, শীতকালের উৎসব শুরু হওয়ার আগে দিন দুয়েকের শীতকালীন অধিবেশন হতেই পারে।

West Bengal Legislative Assembly Assembly Session Winter Session
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy