Advertisement
২১ মে ২০২৪

ঋদ্ধি, শামিকে পেয়ে উজ্জীবিত মনোজ

সেরা দল নিয়ে রঞ্জি ট্রফির প্রথম ম্যাচ খেলতে নামার এই সুযোগই এ বার কাজে লাগাতে চান বাংলার অধিনায়ক মনোজ তিওয়ারি। সেরা শুরুতেই ঝাঁপিয়ে পড়তে চায় বাংলা।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৪ অক্টোবর ২০১৭ ০৩:৪৬
Share: Save:

রঞ্জি ট্রফির প্রথম ম্যাচেই দলের সেরা তারকা ক্রিকেটারদের একসঙ্গে পাওয়া— সচরাচর এমন সুযোগ আসে না। তবে এ বারের রঞ্জির শুরুতেই সেই সুযোগ পেয়ে যাচ্ছে বাংলা।

সেরা দল নিয়ে রঞ্জি ট্রফির প্রথম ম্যাচ খেলতে নামার এই সুযোগই এ বার কাজে লাগাতে চান বাংলার অধিনায়ক মনোজ তিওয়ারি। সেরা শুরুতেই ঝাঁপিয়ে পড়তে চায় বাংলা।

শুক্রবার থেকে এ বারের রঞ্জি ট্রফির প্রথম ম্যাচ বাংলার। প্রতিপক্ষ সার্ভিসেস। যারা গতবার রঞ্জি ট্রফির ‘সি’ গ্রুপে সাত নম্বরে ছিল। ভারতীয় দলের নিয়মিত সদস্য ঋদ্ধিমান সাহার সঙ্গে মহম্মদ শামিকে পাওয়া যাবে এই ম্যাচে। বোলিংয়ে শামি ও অশোক ডিন্ডার জুটি যেমন বিধ্বংসী হয়ে উঠতে পারে, তেমনই ব্যাটিংয়ে মনোজ, সুদীপ চট্টোপাধ্যায়, অভিমন্যু ঈশ্বরন, অভিষেক রামনদের মতো ঘরোয়া ক্রিকেটে সফলরাও দলে আছেন। শুধু শ্রীবৎস গোস্বামী নেই, তিনি ভারত ‘এ’ দলে ডাক পাওয়ায়।

এই দল নিয়ে দিল্লির পালামের মাঠে ভাল পারফম্যান্স দেখানো যাবে বলে বিশ্বাস অধিনায়কের। মঙ্গলবার দল নিয়ে দিল্লিতে পৌঁছে মনোজ ফোনে বলেন, ‘‘প্রথম ম্যাচেই সেরা ক্রিকেটারদের দলে পাওয়াটা বড় ব্যাপার। এই সুযোগটা আমাদের কাজে লাগাতেই হবে। পুরো পয়েন্ট (৬) নেওয়ার লক্ষ্যেই নামব আমরা। শুরুটা সাফল্য দিয়ে করলে ছন্দ পাওয়া যায়। যা পরের ম্যাচগুলোতে কাজে লাগে।’’

শামিকে বিশ্রাম দেওয়ার জন্য ভারতের টি-টোয়েন্টি দলে নেওয়া হয়নি, এমন কথা শোনা গেলেও বাংলা শিবিরে ভারতীয় দলের এই পেসারকে নিয়ে এমন নির্দেশিকা বোর্ড থেকে আসেনি বলে জানান মনোজ। তাঁর বক্তব্য, ‘‘শামিকে বিশ্রাম দিতে হবে, খেলানো যাবে না, এমন কিছু তো আমাদের জানানো হয়নি। এখন পর্যন্ত জানি ওকে খেলানো যাবে। শামি-ডিন্ডা জুটি আমাদের পেস বোলিংকে অনেক শক্তিশালী করে তুলবে। আর ঋদ্ধির কিপিং, ব্যাটিংও পাচ্ছি। সব মিলিয়ে প্রথম ম্যাচে আমরা মনে হয় কিছুটা এগিয়ে থেকেই নামতে পারব।’’

সুদীপ চট্টোপাধ্যায় ভারত ‘এ’ ও বোর্ড প্রেসিডেন্ট একাদশের হয়ে পরপর ম্যাচ খেললেও বড় রান পাননি। তাঁর ব্যাটে এমন রানের খরা চলতে থাকলে বাংলা সমস্যায় পড়তে পারে। এই সমস্যা নিয়ে অবশ্য মনোজ সে রকম ভাবছেন না। বলেন, ‘‘চেয়েছিলাম ও ‘এ’ দলের হয়ে বড় রান করুক। তবে না পারলেও ওকে নিয়ে দুশ্চিন্তা নেই। আশা করছি ও রঞ্জি ট্রফিতেই রানে ফিরবে। মনে হয় ভাল জায়গায় চলে আসবে।’’ অধিনায়ক এ রকমই ইতিবাচক।

বাংলা শিবিরেও বেশ ফুরফুরে মেজাজ। টিম হোটেলে কেক কেটে এ দিন তরুণ ওপেনার কৌশিক ঘোষের জন্মদিন পালন করা হল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE