করোনা সংক্রমণের আতঙ্ককে উপেক্ষা করে নয়াদিল্লিতে চলতি আইএসএসএফ শুটিংয়ে জয়জয়কার তারুণ্যে পূর্ণ ভারতীয়দের। সোমবার মিক্সড টিম ইভেন্টে ১০ মিটার এয়ার পিস্তল এবং ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে জোড়া সোনা জিতলেন ভারতীয়েরা। সব মিলিয়ে এ দিন ভারতের প্রাপ্তি তিনটি সোনা। যার ফলে ছ’টি সোনা, চারটি রুপো এবং চারটি ব্রোঞ্জ-সহ ভারতের মোট পদক ১৪টি। তিনটি সোনা, দু’টি রুপো ও একটি ব্রোঞ্জ-সহ দ্বিতীয় স্থানে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।
১০ মিটার এয়ার পিস্তল বিভাগে এ দিন সোনা জেতেন ভারতের মনু ভাকের-সৌরভ চৌধরি জুটি। ১৮ বছরের সৌরভ ও ১৯ বছরের মনু ০-৪ পিছিয়ে গিয়েও ইরানের গোলনাউশ সেভাতোল্লাহি-ফারোঘি জুটিকে হারান ১৬-১২ ফলে। বিশ্বকাপে এই জুটি এই নিয়ে পাঁচ বার মিক্সড টিম ইভেন্টে সোনা জিতলেন।
এর আগে ১০ মিটার মিক্সড এয়ার রাইফেল ইভেন্টে ভারতের দিব্যাংশ সিংহ পানোয়ার ও এলাভেনিল ভালারিভান জুটি সোনা পান বিশ্বের এক নম্বর জুটি হাঙ্গেরির ইস্তভান পেনি ও এসজ়তার দেনেসকে হারিয়ে। ভারতীয় জুটি সোনা পান ১৬-১০ ফলে।