Advertisement
E-Paper

শরীরের জটিল সমস্যায় ফুটবল থেকে ছিটকে যাচ্ছেন মারিও গোটজে

‘মেটাবোলিসম ডিসঅর্ডার’, আর এই কারণেই খেলা ছাড়তে হতে পারে মারিও গোটজেকে। বরুসিয়া ডর্টমুন্ডের তারকা প্লেয়ার এখন ভুগছেন এই সমস্যায়। যে কারণে ক্রমশ ছোট হয়ে আসছে তাঁর ফুটবলার জীবন। যদিও মারিও গোটজের বিশ্বাস তিনি সুস্থ হয়ে খুব তাড়াতাড়ি ফিরবেন মাঠে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০১৭ ২২:৫৭
মারিও গোটজে।ছবি: সংগৃহীত।

মারিও গোটজে।ছবি: সংগৃহীত।

‘মেটাবোলিসম ডিসঅর্ডার’, আর এই কারণেই খেলা ছাড়তে হতে পারে মারিও গোটজেকে। বরুসিয়া ডর্টমুন্ডের তারকা প্লেয়ার এখন ভুগছেন এই সমস্যায়। যে কারণে ক্রমশ ছোট হয়ে আসছে তাঁর ফুটবলার জীবন। যদিও মারিও গোটজের বিশ্বাস তিনি সুস্থ হয়ে খুব তাড়াতাড়ি ফিরবেন মাঠে। ২০১৪ বিশ্বকাপের ফাইনালে আর্জেন্তিনার বিরুদ্ধে ১-০ গোলে জয়ের ম্যাচে একমাত্র গোলটি এসেছিল তাঁরই পা থেকে। কিন্তু চোটের কারণে তেমনভাবে আর খেলতে পারেননি। গোটজে বলেন, ‘‘আমার চিকিৎসা চলছে। মাঠে ফেরার জন্য যা যা করা করা প্রয়োজন আমি সেটাই করছি। দলের স্বার্থেও আমি দ্রুত মাঠে ফিরতে চাই।’’

আরও খবর: এএফসি কাপ: জেজে, সোনির গোলে জয় মোহনবাগানের

বায়ার্ন মিউনিখ থেকে গোটজেকে ২২মিলিয়ন ইউরোতে কিনে নিয়েছিল ডর্টমুন্ড। ২০১৩তে ৩৭ মিলিয়ন ইউরোতে ডর্টমুন্ড থেকে বায়ার্ন মিউনিখে গিয়েছিলেন গোটজে। পায়ের চোটের জন্য গত মাসে খেলতে পারেননি। তার পর বাদ পড়তে হয়েছে খারাপ খেলার জন্য। ডর্টমুন্ডের হয়ে ১৬টি ম্যাচ খেলে মাত্র দু’টি গোল করেছেন তিনি। আর এখন দলে ফেরার বিশেষ কোনও সুযোগ নেই তাঁর সামনে। কিন্তু ক্লাব জানে তাঁর শারীরিক সমস্যার কথা। ডর্টমুন্ডের ডিরেক্টর অব স্পোর্টস মাইকেল জোর বলেন, ‘‘আমরা ওর সমস্যার কথা জানি। আমাদের বিশ্বাস সুস্থ হয়ে ফিরে ও ওর সেরাটা দেবে। ক্লাবের পক্ষ থেকে সব রকম সমর্থন পাবে মারিও।’’ চ্যাম্পিয়ন্স লিগে রাউন্ড অব ১৬র ম্যাচে খেলতে পারবেন না তিনি। ৮ মার্চ ঘরের মাঠে বেনফিকার বিরুদ্ধে খেলবে বরুসিয়া ডর্টমুন্ড।

মেটাবোলিসম ডিসঅর্ডার মানে আভ্যন্তরিন শৃঙ্খলা অনিয়মিত হয়ে যাওয়া। যে কারণে নানারকম সমস্যার সম্মুখিন হতে হয় মানুষকে। সেই সমস্যাতেই ভুগছেন তিনি। খুব দ্রুত সেরে ওঠার সম্ভাবনা নেই বললেই চলে।

Mario Gotze German Footballer Borussia Dortmund Metabolism Disorder
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy