আইসিসি-র ‘ফেক ফিল্ডিং’ নিয়মের ২৪ ঘণ্টার মধ্যেই এর কবলে পড়লেন অস্ট্রেলীয় ক্রিকেটার মার্নাস লাবাসচেন। শুক্রবার ব্রিসবেনের অ্যালান বর্ডার ফিল্ডে জেএলটি ওয়ান ডে কাপে খেলা চলছিল অস্ট্রেলীয় একাদশ এবং কুইনসল্যান্ডের মধ্যে। নিয়মমতোই এগোচ্ছিল খেলা। কিন্তু বিপত্তি ঘটে ম্যাচের ২৭তম ওভারে।
আরও পড়ুন: অন্যতম সেরা অধিনায়ক হতে হলে এখনও বহু পথ চলতে হবে: কোহালি