এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন মেরি কম। এই নিয়ে পঞ্চম বার। তবে, পাঁচ বার সোনা জিতলেও ৪৮ কেজি বিভাগে এটাই মেরির প্রথম সোনা। টুর্নামেন্টে এই বিভাগে শুরু থেকেই ফেভারিট ছিলেন ৩৫ বছর বয়সী এই বক্সার। ফলে মেরির জয়ের বিষয় আশাবাদী ছিল বক্সিং সার্কিট। গত এক বছর ধরে ভারতীয় দলের হয়ে বুলগেরিয়া, মাঙ্গোলিয়া, আয়ারর্ল্যান্ড সফরে গেলেও কোথাও ফাইনালে ওঠা হয়নি অলিম্পিকে ব্রোঞ্জ জয়ী এই বক্সারের। অবশেষে এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেই বাজিমাত করলেন মেরি।
আরও পড়ুন: ভারতকে সিরিজ দিল চহাল-বুমরা যুগলবন্দি
আরও পড়ুন: পরপর জয় নিয়ে গর্বিত কোহালি
বুধবার খেতাবি লড়াইয়ে মেরি মুখোমুখি হয়েছিলেন উত্তর কোরিয়ার প্রতিপক্ষ হিয়াং মি কিমের। ৫১ কেজি বিভাগে প্রতিনিধিত্ব করার পর দীর্ঘ পাঁচ বছর পর নিজের পছন্দের বিভাগে ফিরেই বাজিমাত করলেন ৩৫ বছর বয়সী সাংসদ।ফাইনালের লড়াইয়ে মেরির পক্ষে খেলার ফল ৫-০।
২০১৪-এর পর এটিই মেরি কমের প্রথম আন্তর্জাতিক সোনা। তবে বৃহস্পতিবার মেরির কাছে হারালেও, শুরু থেকের মেরির বিরুদ্ধে দুর্দান্ত স্ট্র্যাটেজিতে খেলা শুরু করেছিলেন কিম। প্রথম রাউন্ড থেকেই আক্রমণাত্মক ছিলেন এই উত্তর কোরীয় বক্সার। তবে, খেতাবি লড়াইয়ে তারকা বক্সার মেরির কাছে কোনও স্ট্র্যাটেজিই কাজে আসেনি কিমের। এক তরফা ম্যাচে এ দিন কিমকে পর্যুদস্ত করেন মেরি কম।