Advertisement
১৯ মে ২০২৪
রেকর্ড পদক ভারতের

৯০ সেকেন্ডে নকআউট মেরির

দু’মিনিটও রিংয়ে টিকতে পারলেন না শ্রীলঙ্কার বক্সার অনুসা। টেকনিক্যাল নক আউট হয়ে গেলেন এম সি মেরি কমের কাছে। পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়ন ভারতীয় বক্সার ৯০ সেকেন্ডে ৫১ কেজি বিভাগের ফাইনালে সোনা জিতলেন মঙ্গলবার।

গুয়াহাটি শেষ আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০১৬ ০৩:২৭
Share: Save:

দু’মিনিটও রিংয়ে টিকতে পারলেন না শ্রীলঙ্কার বক্সার অনুসা। টেকনিক্যাল নক আউট হয়ে গেলেন এম সি মেরি কমের কাছে। পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়ন ভারতীয় বক্সার ৯০ সেকেন্ডে ৫১ কেজি বিভাগের ফাইনালে সোনা জিতলেন মঙ্গলবার।

মেয়েদের বক্সিংয়ে এ দিন তিনটি সোনা জেতার সুযোগ ছিল ভারতীয় বক্সারদের। তিনটেই জিতল ভারত। মেরি ছাড়া নক আউটে জিতলেন পূজা রানি। এক বছরের নির্বাসন কাটিয়ে ফেরা এল সরিতা দেবির জন্য অবশ্য চ্যালেঞ্জটা সোজা ছিল না। তবে মেরিদের মত দাপটে না হলেও তিনিও ৩-০ জিতলেন ফাইনাল। অবশ্য মেরিদের সোনা জয়ের থেকেও এ দিন বেশি নাটক দেখা গেল বক্সিং অফিসিয়ালদের বাউটে না নামার হুমকি নিয়ে। ঠিকঠাক পেমেন্ট পাচ্ছেন না এই অভিযোগে। যে জন্য মেয়েদের ফাইনাল ৪০ মিনিট পিছিয়েও যায়। সংগঠকদের অবশ্য দাবি জাতীয় বক্সিং সংস্থার অ্যাড হক কমিটির পাঠানো ১৪ জন অফিসিয়াল বেশি অর্থ চাইছেন। ঠিক হয়েছিল প্রতিদিন ৫০ ডলার করে অফিসিয়ালদের দেওয়া হবে। এখন তারা বেশি চাইছেন। পরে সমস্যা মিটে যায়।

গেমসের শেষ দিন এ সব সমস্যা পাশাপাশি রেখে একটা রেকর্ড হল। ভারতের পদক জেতার। সব মিলিয়ে ভারত এ বার সাউথ এশিয়ান গেমসে জিতল ৩০৮ পদক। যার মধ্যে সোনাই এসেছে ১৮৮। ৯৯ রুপো আর ৩০ ব্রোঞ্জ। ২০১০ গেমসে ভারত জিতেছিল ১৭৫ পদক (৯০ সোনা)। পদক তালিকায় দ্বিতীয় শ্রীলঙ্কা ১৮৬ (২৫ সোনা) পদক। তিন নম্বরে থাকা পাকিস্তানের পদক ১০৬ (১২ সোনা)।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

mary kom
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE