Advertisement
৩০ এপ্রিল ২০২৪

এপ্রিলেই অবসর নিতে পারেন মাশরাফি

গুঞ্জনটা চলছিলই। বিশেষ করে টি২০ বিশ্বকাপে হেরে বিদায় নেওয়ার পর সেই গুঞ্জন আরও অনেকটাই বেড়ে গিয়েছিল। কিন্তু এখন যা ইঙ্গিত এখনই টি২০ থেকে অবসর নিচ্ছেন না মাশরাফি মোর্তাজা। বাংলাদেশ দল সূত্রের খবর, দেশের মাটিতে একটি সিরিজ খেলে তবেই হয়তো অবসর নিতে পারেন তিনি।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৮ মার্চ ২০১৬ ২০:১৬
Share: Save:

গুঞ্জনটা চলছিলই। বিশেষ করে টি২০ বিশ্বকাপে হেরে বিদায় নেওয়ার পর সেই গুঞ্জন আরও অনেকটাই বেড়ে গিয়েছিল। কিন্তু এখন যা ইঙ্গিত এখনই টি২০ থেকে অবসর নিচ্ছেন না মাশরাফি মোর্তাজা। বাংলাদেশ দল সূত্রের খবর, দেশের মাটিতে একটি সিরিজ খেলে তবেই হয়তো অবসর নিতে পারেন তিনি। আগামী এপ্রিলেই বাংলাদেশের মাটিতে সিরিজ খেলবে শ্রীলঙ্কা। এখনও কোনও কিছুই নির্ধারিত হয়নি। কবে খেলতে আসবে শ্রীলঙ্কা বা কটা ম্যাচ খেলা হবে বা ক’টি একদিনের ম্যাচ বা ক’টি টেস্ট বা ক’টি টি২০ থাকবে সেই সিরিজে তাও এখনও সিদ্ধান্ত হয়নি।

যা খবর সেই সিরিজ নির্ধারিত হলেই সেখানে খেলে টি২০ থেকে অবসর নেবেন মাশরাফি। যদিও তাঁর অবসরের খবরে বিরক্ত তিনি নিজেই। ঠিক যেভাবে ঢাকায় এশিয়া কাপ খেলতে যাওয়ার আগে অবসর প্রসঙ্গে বিরক্তি প্রকাশ করেছিলেন ভারত অধিনায়ক ধোনি ঠিক তেমনই বার বার একই প্রশ্নে হতাশ মাশরাফি। তবে তাঁর অবসর প্রসঙ্গে যা খবর তাঁকে সম্মতি জানিয়েছেন কোচ হাতুরু সিংহও। কিন্তু জাতীয় দলের নির্বাচক প্রাক্তন অধিনায়ক কিন্তু মাশরাফির এই সিদ্ধান্তে মানসিক সম্মতি জানাতে পারছেন না। হাবিবুল বাশার বলেন, ‘‘এই মাশরাফি অনেক ফিট। এখনও অনেকদিন খেলতে পারবে। অবসরের কোনও কারণ খুঁজে পাচ্ছি না। তবে এটা ওর ব্যক্তিগত সিদ্ধান্ত।’’

আরও খবর

দেশে পৌঁছে আইসিসিকে একহাত নিলেন মাশরাফি

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Mashrafe Mortaza Bangladesh Cricket T20
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE