মুম্বই ০ এটিকে ০
মুম্বই সিটি এফসি-কে হারিয়ে আইএসএল পয়েন্ট টেবলে প্রথম চারটি দলের মধ্যে জায়গা করে নেওয়ার লক্ষ্য নিয়ে কলকাতা ছেড়েছিলেন এটিকের কোচ ও ফুটবলারেরা। কিন্তু লক্ষ্য পূরণ হল না তাঁদের। শনিবার মুম্বইয়ের ঘরের মাঠে গোলশূন্য ড্র করে লিগ টেবলে ষষ্ঠ স্থানেই থেকে গেল দু’বারের চ্যাম্পিয়নরা। আইএসএলে এই মরসুমে একেবারেই ছন্দে নেই এটিকে। তার উপরে দলের প্রধান স্ট্রাইকার কালু উচে চোট পেয়ে নাইজিরিয়া ফিরে গিয়েছেন। তাঁর বদলে যাঁকে সই করানো হয়েছে, সেই এমিলিয়ান আলফারো-ও চোটের কবলে। এই পরিস্থিতিতে শনিবার বলবন্ত সিংহ ও এভার্টন স্যান্টোসকে সামনে রেখে দল সাজিয়েছিলেন কপেল। কিন্তু ছবিটা বদলায়নি। এক পয়েন্ট নিয়েই মুম্বই থেকে কলকাতায় ফিরছে এটিকে। হতাশা মুম্বই শিবিরেও। এটিকে-কে হারিয়ে জয়ের হ্যাটট্রিকের স্বপ্ন অধরা থেকে গেল রণবীর কপূরের দলের।