মহম্মদ শামি-যশপ্রীত বুমরা ক্রাইস্টচার্চ টেস্টে লড়াইয়ে ফিরিয়েছিলেন ভারতকে। কিন্তু ব্যাটসম্যানদের ফের ব্যর্থতায় সেই লড়াই দাম পেল না। উল্টে, এখন হোয়াইটওয়াশের খাঁড়া ঝুলছে ভারতের উপর।
সকালে শামি-বুমরার দাপটে ২৩৫ রানে শেষ হয়েছিল নিউজিল্যান্ডের প্রথম ইনিংস। শামি ৮১ রানে নিয়েছিলেন চার উইকেট। ৬২ রানে তিন উইকেট নিয়েছিলেন বুমরা। ফলে, সাত রানের লিড পেয়েছিল টিম ইন্ডিয়া। লিডের চেয়েও অবশ্য বেশি এসেছিল আত্মবিশ্বাস। কিন্তু তা ব্যাটিংয়ে প্রতিফলিত হল না।দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৯০ রানে ছয় উইকেট হারিয়ে এখন চাপে ভারতই। দ্বিতীয় দিনের শেষে লিড মাত্র ৯৭ রান। হাতে রয়েছে চার উইকেট।
হ্যাগলি ওভালে দ্বিতীয় টেস্টে প্রথম দিনে ২৪২ রানে থেমে গিয়েছিল ভারতের ইনিংস। রবিবার সকালে দ্বিতীয় দিনের শুরুতে বিনা উইকেটে ৬৩ নিয়ে শুরু করেছিল নিউজিল্যান্ড। প্রথম সেশনে দ্রুত উইকেট নেওয়া সেই কারণেই গুরুত্বপূর্ণ ছিল। আর ঠিক সেটাই করে দেখিয়েছিলেন পেসাররা।