Advertisement
E-Paper

গেইলের মঞ্চে নায়ক ওয়ার্নার

ঘরের মাঠে ক্রিস গেইল (২১) ঝড় উঠল না। উল্টে ক্যারিবিয়ান তারকার মঞ্চে দাপট দেখালেন ডেভিড ওয়ার্নার (২৭ বলে ৫৭)। চিন্নাস্বামীতে সোমবার ক্যাপ্টেন আর শিখর ধবনের (৪২ বলে ৫০ ন.আ) জুটি আট উইকেটে জেতাল সানরাইজার্স হায়দরাবাদকে। সমস্যা অবশ্য কম ছিল না। ডেল স্টেইন এ দিনও মাঠে নামেননি। ফাস্ট বোলিং বিভাগে জোর বাড়াতে ইশান্ত শর্মা আর পরভেজ রসুলের বদলে খেলেন আশিস রেড্ডি আর প্রবীণ কুমার।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০১৫ ০৩:৩৮
স্বস্তির চুম্বন। হতাশার চিৎকার। সোমবার। ছবি: পিটিআই।

স্বস্তির চুম্বন। হতাশার চিৎকার। সোমবার। ছবি: পিটিআই।

ঘরের মাঠে ক্রিস গেইল (২১) ঝড় উঠল না। উল্টে ক্যারিবিয়ান তারকার মঞ্চে দাপট দেখালেন ডেভিড ওয়ার্নার (২৭ বলে ৫৭)। চিন্নাস্বামীতে সোমবার ক্যাপ্টেন আর শিখর ধবনের (৪২ বলে ৫০ ন.আ) জুটি আট উইকেটে জেতাল সানরাইজার্স হায়দরাবাদকে।

সমস্যা অবশ্য কম ছিল না। ডেল স্টেইন এ দিনও মাঠে নামেননি। ফাস্ট বোলিং বিভাগে জোর বাড়াতে ইশান্ত শর্মা আর পরভেজ রসুলের বদলে খেলেন আশিস রেড্ডি আর প্রবীণ কুমার। বেঙ্গালুরুতে টানা বৃষ্টির জন্য টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ওয়ার্নার। সেটা কাজেও লেগে যায় গোড়াতেই গেইলকে ফিরিয়ে দিয়ে। তবে আরসিবি ক্যাপ্টেন ধৈর্য ধরে টিকেছিলেন (৩৭ বলে ৪১)। এবি ডে’ভিলিয়ার্সও হতাশ করেননি। ২৮ বলে ৪৬ এক লাফে দলের রান বাড়িয়ে দেয়। তবে ট্রেন্ট বোল্ট (৩-৩৬), ভুবনেশ্বর কুমার (২-৩০), রবি বোপারাদের (২-৩১) দাপটে ১৬৬ রানে থেমে যায় আরসিবির ইনিংস। জবাবে সানরাইজার্স তারকা ওপেনিং জুটির সামনে সুবিধে করতে পারেননি শন অ্যাবট (০-২১), বরুণ অ্যারনরা (০-৩৬)। ওপেনিং জুটিতেই ওঠে ৮২। ক্যাপ্টেন ফেরার পর ব্যাটিং অর্ডারে ছ’নম্বর থেকে এ দিন তিন নম্বরে উঠে আসা কেন উইলিয়ামসনও (৫) বেশিক্ষণ টেকেননি। তাতে কী? শিখর ধবন (৪২ বলে অপরাজিত ৫০) নামে এক জন তো আছেন। তাঁর কাঁধে ভর রেখে ১৬ বল বাকি থাকতেই আইপিএল আটে প্রথম জয় পেল সানরাইজার্স। ধবনকে যোগ্য সঙ্গত দিলেন লোকেশ রাহুলও (২৮ বলে ৪৪ ন.আ)।

Match report sunrisers Hyderabad royal challengers bangalore Shikhar Dhawan Virat Kohli chris gayle IPL8
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy