ভারত-অস্ট্রেলিয়ার মধ্যে চতুর্থ এক দিনের ম্যাচ চলাকালীন বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন বিস্ফোরক ওপেনার রোহিত শর্মা। বৃহস্পতিবার চিন্নস্বামীতে প্রথমে ব্যাট করে ভারতের জন্য ৩৩৫ রানের লক্ষ্য রাখে অজি বাহিনী। জবাবে শুরুটা দারুণ করেছিলেন রোহিত শর্মা এবং অজিঙ্ক রাহানের জুটি। এরই পর ঘটে ঘটনাটি।
১৫.৫ ওভারে বল করছিলেন ট্রাভিস হেড। হেডের বল উইকেটের পিছন থেকে ম্যাথু ওয়েড ফিরিয়ে দিতে গেলে সরাসরি তা গিয়ে লাগে রোহিত শর্মার হেলমেটে।