ভারত-অস্ট্রেলিয়ার মধ্যে চতুর্থ এক দিনের ম্যাচ চলাকালীন বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন বিস্ফোরক ওপেনার রোহিত শর্মা। বৃহস্পতিবার চিন্নস্বামীতে প্রথমে ব্যাট করে ভারতের জন্য ৩৩৫ রানের লক্ষ্য রাখে অজি বাহিনী। জবাবে শুরুটা দারুণ করেছিলেন রোহিত শর্মা এবং অজিঙ্ক রাহানের জুটি। এরই পর ঘটে ঘটনাটি।
১৫.৫ ওভারে বল করছিলেন ট্রাভিস হেড। হেডের বল উইকেটের পিছন থেকে ম্যাথু ওয়েড ফিরিয়ে দিতে গেলে সরাসরি তা গিয়ে লাগে রোহিত শর্মার হেলমেটে।
আরও পড়ুন: অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড হলেন বেন স্টোকস
আরও পড়ুন: বিদেশের মাঠেও ধারাবাহিকতা বজায় রাখতে হবে: কোহালি
তবে, আচমকা আঘাত পেয়েও ক্ষণিকের মধ্যেই তা কাটিয়ে ওঠেন রোহিত শর্মা। সঙ্গে সঙ্গে অনিচ্ছাকৃত আঘাতের জন্য ক্ষমাও চেয়ে নেন ম্যাথু ওয়েড। এ দিন ফের এক বার প্রমাণ হয়ে গেল ক্রিকেট মাঠে হেলমেটের প্রয়োজনীয়তা।
ঘটনাটির একটি ভিডিও ক্লিপিং ইতিমধ্যেই প্রকাশ পেয়েছে টুইটারে। ?
Why you must wear a helmet at all times? https://t.co/8eMcW8gier #BCCI
— Cricket-atti (@cricketatti) September 28, 2017
ঘটনাটির একটি ভিডিও ক্লিপিং ইতিমধ্যেই প্রকাশ পেয়েছে টুইটারে।