সোশ্যাল মিডিয়ায় এ বার ট্রোল হলেন ময়াঙ্ক আগরওয়াল, ইশান্ত শর্মারা। ওয়েলিংটন থেকে ক্রাইস্টচার্চ আসার ছবি পোস্ট করেছিলেন ময়াঙ্ক। সেই ছবি শেয়ার করেছিলেন ইশান্ত। সেই ‘অপরাধ’ই মেনে নিতে পারছেন না ক্রিকেটপ্রেমীরা। ছবি পোস্ট না করে খেলায় মন দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে ভারতীয় ক্রিকেটারদের।
ওয়েলিংটন টেস্টে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে নজর কেড়েছিলেন ইশান্ত শর্মা। নিউজিল্যান্ডের প্রথম ইনিংসে পাঁচ উইকেট নিয়েছিলেন তিনি। বড় রান না পেলেও দুই ইনিংসেই বেশ কিছু ক্ষণ ক্রিজে ছিলেন ময়াঙ্ক আগরওয়াল। বড় রান পেতে পারেন, এমন সম্ভাবনাও জাগিয়ে তুলেছিলেন। কিন্তু, দল হিসেবে চূড়ান্ত ব্যর্থ হয়েছিল ভারত। তাই হারতে হয়েছিল ১০ উইকেটে। দুই টেস্টের সিরিজে ভারত এখন ০-১ পিছিয়ে। ২৯ ফেব্রুয়ারি থেকে সিরিজের শেষ টেস্ট শুরু হবে ক্রাইস্টচার্চে।
আরও পড়ুন: এই সব ভুল শুধরে না নিলে টেস্ট সিরিজেও হোয়াইটওয়াশ হতে পারে কোহালি ব্রিগেড