Advertisement
১১ মে ২০২৪
Football

নেমারের পাশে এ বার ৭ নম্বর জার্সি পরে নামবেন এমবাপে

ফুটবলমহলে জল্পনা ছড়িয়েছিল যে এমবাপে হয়তো আসন্ন মরসুমে যেতে পারেন রিয়াল মাদ্রিদে। কারণ, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো রিয়াল ছেড়ে যোগ দিয়েছেন ইতালির জুভেন্তাসে। কিন্তু, ১৯ বছর বয়সির জার্সি ঘোষণা করার মাধ্যমে পিএসজি সেই জল্পনাতে জল ঢালল।

প্যারিস সাঁ জাঁ-র হয়ে এই জার্সিই পরবেন এমবাপে। ছবি টুইটারের সৌজন্যে।

প্যারিস সাঁ জাঁ-র হয়ে এই জার্সিই পরবেন এমবাপে। ছবি টুইটারের সৌজন্যে।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৭ জুলাই ২০১৮ ১৯:২৫
Share: Save:

বিশ্বকাপের সেরা যুব ফুটবলার তিনি। বিশ্বকাপজয়ী ফ্রান্সের হয়ে পরেছিলেন ১০ নম্বর জার্সি। তবে ক্লাবের হয়ে ১০ নম্বর পরার কোনও সুযোগ নেই। কারণ, নেমার তা পরেন। প্যারিস সাঁ জাঁ-র হয়ে আসন্ন মরসুমে তাই সাত নম্বর জার্সি পরবেন কিলিয়াম এমবাপে। যা যথেষ্ট সম্মানের।

এর আগে লুকাস মৌরার গায়ে চাপত সাত নম্বর জার্সি। জানুয়ারিতে তিনি ক্লাব ছেড়েছেন। ফলে, সাত নম্বর জার্সি উঠছে এমবাপের গায়ে। ক্লাবের পক্ষ থেকে এই ঘোষণা করা হয়েছে। এই মরসুমে মোনাকো থেকে এমবাপে পাকাপাকি ভাবে এসেছেন প্যারিস সাঁ জাঁ ক্লাবে। গত মরসুমে লোনে মোনাকো থেকে এসেছিলেন। তখন তিনি পরতেন ২৯ নম্বর জার্সি।

ফুটবলমহলে জল্পনা ছড়িয়েছিল যে এমবাপে হয়তো আসন্ন মরসুমে যেতে পারেন রিয়াল মাদ্রিদে। কারণ, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো রিয়াল ছেড়ে যোগ দিয়েছেন ইতালির জুভেন্তাসে। কিন্তু, ১৯ বছর বয়সির জার্সি ঘোষণা করার মাধ্যমে পিএসজি সেই জল্পনাতে জল ঢালল। ক্লাবের পক্ষ থেকে একটা প্রোমো ভিডিয়োও প্রকাশ করা হয়েছে একইসঙ্গে।

পিএসজি-র ওয়েবসাইটে এমবাপে বলেছেন, “আমি অনেক দিন ধরেই বলে আসছি যে নম্বরের কোনও গুরুত্ব নেই। মাঠের মধ্যে পারফরম্যান্সই আসল। যদিও, এটা আসলে উচ্চাশার দিকে এগনো। আমার মনে হয়েছে, নম্বর পরিবর্তনের পক্ষে এটা সঠিক সময়। সাত নম্বর জার্সি হল কিংবদন্তির মতো। অনেক গ্রেট এই জার্সি পরেছেন। আশা করছি, আমি এই জার্সির মর্যাদা রাখতে পারব।”এখন যেমন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো সবসময় এই জার্সি পরেন। ইংল্যান্ডের ডেভিড বেকহ্যামও এই জার্সি পরতেন। কিংবদন্তি জর্জ বেস্টও সাত নম্বর জার্সি পরতেন।

প্রসঙ্গত, রাশিয়া বিশ্বকাপে চার গোল করেছেন এমবাপে। তার মধ্যে বিশ্বকাপের ফাইনালে গোলও রয়েছে। দেশের জার্সিতে এর আগে শুধু ১০ নম্বরই পরেননি তিনি। ২০ নম্বর জার্সিও পরেছেন জাতীয় দলে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Football Kylian Mbappe
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE