বার্সেলোনা ৪ সেভিয়া ২
এগারো বছরে প্রথম বার লিয়োনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে ছাড়াই খেলা হবে ‘এল ক্লাসিকো’। রিয়াল মাদ্রিদ ছেড়ে রোনাল্ডো এখন ইটালিতে তাঁর নতুন ফুটবল জীবন নিয়ে ব্যস্ত। আর শনিবার সেভিয়ার বিরুদ্ধে ম্যাচে হাতে মারাত্মক চোট পেয়ে ছিটকে গেলেন বার্সেলোনার মেসিও।
অথচ ক্যাম্প ন্যুয়ে পরিচিত ছন্দে শুরু করেছিলেন বার্সার মহাতারকা। খেলার আয়ু যখন সবে ২ মিনিট, তখনই তিনি গোলের বল সাজিয়ে দিলেন ফিলিপে কুটিনহোকে। আর ১২ মিনিটে বিপক্ষ রক্ষণের জঙ্গলেও ডান দিক থেকে কাট করে বাঁ পায়ের নির্ভুল প্লেসিংয়ে নিজেই ২-০ করেন। কিন্তু এই গোলের পরেই ফ্রাঙ্কো ভাসকুয়েজের সঙ্গে সংঘর্ষে পড়ে যান মেসি। পড়ার সময় শরীরের পুরো ভার গিয়ে পড়ে ডান হাতে। এবং যন্ত্রণায় কাতরাতে থাকেন। ২৬ মিনিটে তাঁর বদলিও নামানো হয়। ম্যাচের পরেই বার্সেলোনা ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, মেসির ডান হাতের ‘র্যাডিয়াল’ হাড় ভেঙেছে। আগামী সপ্তাহের চ্যাম্পিয়ন্স লিগে ইন্টার মিলানের বিরুদ্ধে তাঁর নামার প্রশ্ন নেই। খেলতে পারবেন না রবিবার ‘এল ক্লাসিকো’তেও। চিকিৎসকেরা জানিয়েছেন, সুস্থ হয়ে তাঁর মাঠে ফিরতে অন্তত তিন সপ্তাহ লাগবে।