Advertisement
২৫ এপ্রিল ২০২৪
লা লিগা

হাড় ভেঙেছে হাতের, মেসি নেই ক্লাসিকোয়

এগারো বছরে প্রথম বার লিয়োনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে ছাড়াই খেলা হবে ‘এল ক্লাসিকো’।

যন্ত্রণাকাতর: লা লিগায় সেভিয়ার বিরুদ্ধে ম্যাচে চোট পাওয়ার পরে লিয়োনেল মেসি। ন্যু ক্যাম্পে এই ম্যাচে বার্সেলোনা জিতলেও মন খারাপ ভক্তদের। মেসি অন্তত তিন সপ্তাহের জন্য খেলতে পারবেন না। রয়টার্স

যন্ত্রণাকাতর: লা লিগায় সেভিয়ার বিরুদ্ধে ম্যাচে চোট পাওয়ার পরে লিয়োনেল মেসি। ন্যু ক্যাম্পে এই ম্যাচে বার্সেলোনা জিতলেও মন খারাপ ভক্তদের। মেসি অন্তত তিন সপ্তাহের জন্য খেলতে পারবেন না। রয়টার্স

নিজস্ব প্রতিবেদন 
শেষ আপডেট: ২২ অক্টোবর ২০১৮ ০২:৫৫
Share: Save:

বার্সেলোনা ৪ সেভিয়া ২

এগারো বছরে প্রথম বার লিয়োনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে ছাড়াই খেলা হবে ‘এল ক্লাসিকো’। রিয়াল মাদ্রিদ ছেড়ে রোনাল্ডো এখন ইটালিতে তাঁর নতুন ফুটবল জীবন নিয়ে ব্যস্ত। আর শনিবার সেভিয়ার বিরুদ্ধে ম্যাচে হাতে মারাত্মক চোট পেয়ে ছিটকে গেলেন বার্সেলোনার মেসিও।

অথচ ক্যাম্প ন্যুয়ে পরিচিত ছন্দে শুরু করেছিলেন বার্সার মহাতারকা। খেলার আয়ু যখন সবে ২ মিনিট, তখনই তিনি গোলের বল সাজিয়ে দিলেন ফিলিপে কুটিনহোকে। আর ১২ মিনিটে বিপক্ষ রক্ষণের জঙ্গলেও ডান দিক থেকে কাট করে বাঁ পায়ের নির্ভুল প্লেসিংয়ে নিজেই ২-০ করেন। কিন্তু এই গোলের পরেই ফ্রাঙ্কো ভাসকুয়েজের সঙ্গে সংঘর্ষে পড়ে যান মেসি। পড়ার সময় শরীরের পুরো ভার গিয়ে পড়ে ডান হাতে। এবং যন্ত্রণায় কাতরাতে থাকেন। ২৬ মিনিটে তাঁর বদলিও নামানো হয়। ম্যাচের পরেই বার্সেলোনা ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, মেসির ডান হাতের ‘র‌্যাডিয়াল’ হাড় ভেঙেছে। আগামী সপ্তাহের চ্যাম্পিয়ন্স লিগে ইন্টার মিলানের বিরুদ্ধে তাঁর নামার প্রশ্ন নেই। খেলতে পারবেন না রবিবার ‘এল ক্লাসিকো’তেও। চিকিৎসকেরা জানিয়েছেন, সুস্থ হয়ে তাঁর মাঠে ফিরতে অন্তত তিন সপ্তাহ লাগবে।

মেসি চোট পেলেও সেভিয়ার বিরুদ্ধে বার্সেলোনা ব্যবধান বাড়াতে সফল হয়। পেনাল্টি থেকে ৩-০ করেন লুইস সুয়ারেস। ৬১ মিনিটে বিপক্ষ গোলরক্ষক টোমাস ভাকলিচ উরুগুয়ান তারকাকে পা টেনে বক্সে ফেলে দেন। সুয়ারেস গোলরক্ষকের উল্টো দিকে শট মেরে গোল করতে ভুল করেননি। বহু দিন পরে তাঁর খেলায় দেখা গিয়েছে পুরনো ছন্দ। এমনিতে লা লিগায় গোল পেলেন অনেক ম্যাচ পরে। আর খেলা শেষে বন্ধু মেসির আরোগ্য কামনা করে সোশ্যাল নেটওয়ার্কে লিখলেন, ‘‘লিয়ো, তুমি আরও শক্তিশালী হয়ে ফিরে আসবেই।’’

এ দিকে, অসাধারণ ভলিতে শনিবার বার্সার চতুর্থ গোলটি করেন ইভান রাকিতিচ। সেভিয়াও দু’টি গোল শোধ করে। একটা পাবলো সারাবিয়ার শট ক্লিমে লংলের পায়ে লেগে গতি পরিবর্তন করে গোলে ঢুকে যায়। অন্য গোলদাতা লুই মুরিয়েল। এর বাইরেও বেশ কয়েক বার সুযোগ তৈরি করেছে সেভিয়া। টের স্টেগানের দৃঢ়তায় তারা শেষ পর্যন্ত আটকে যায়।

এই জয়ের সৌজন্যে বার্সেলোনা আবার লিগ টেবলের শীর্ষে উঠে এল। ৯ ম্যাচে তাদের পয়েন্ট ১৮। সতেরো পয়েন্টে আলাভেস এখন দু’নম্বরে। আর রিয়াল মাদ্রিদ পাঁচে। তাদের সংগ্রহ সাকূল্যে ১৪ পয়েন্ট। শনিবার য়ুলেন লোপেতেগির ফুটবলারেরা লেভান্তের কাছেও হেরেছে। স্বভাবতই ফুটবল বিশ্লেষকেরা মনে করছেন, মেসি না থাকলেও ‘এল ক্লাসিকো’-র লড়াইয়ে এগিয়ে থাকবে বার্সেলোনাই। যদিও আর্জেন্টাইন তারকার চোট নিয়ে এই মুহূর্তে গভীর উদ্বেগ বার্সা শিবিরে। জেরার পিকে যেমন বললেন, ‘‘লিয়ো মাঠে থাকলে আমরা অনেক নিশ্চিন্তে খেলতে পারি।’’ বার্সা ম্যানেজার আর্নেস্তো ভালভার্দের প্রতিক্রিয়া, ‘‘মেসির চোট আমাদের কাছে বিরাট ধাক্কা। তার উপর সামনে অনেক কঠিন সব ম্যাচ রয়েছে।’’

মেসির জন্য খুব খারাপ লাগছে ফিলিপে কুটিহোরও। ইভান রাকিচিত বলেছেন, ‘‘আমরা আপ্রাণ চেষ্টা করব যাতে লিয়োর অভাব না অনুভূত হয়।’’ এমন একটা সময় ভালভার্দের উদ্বেগ কমাচ্ছে সুয়ারেসের ফর্মে ফেরা। আর পিকের মন্তব্য, ‘‘লিয়োর না থাকাটা চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে। ওকে ছাড়াও জিততে পারি তাও বোঝানো দরকার। আর সেটা পারলে জানবেন, লিয়োই সব চেয়ে বেশি খুশি হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE