ছ’সপ্তাহের পরিশ্রমে জল ঢেলে দিলেন মেসি! নিউ ইয়র্কে মাদাম তুসোর মিউজিয়ামে বার্সেলোনা মহাতারকার নতুন মোমের মূর্তি জায়গা পাচ্ছে। ব্রাজিল বিশ্বকাপে আর্জেন্তিনার অধিনায়কের নানা মুহূর্তের ভিডিও থেকে মূর্তিটি তৈরি হয়েছে। সময় লেগেছে প্রায় চার মাস। প্রায় ২৫০ রকমের মাপজোপের পর বার্সার রাজপুত্রের মূর্তি তৈরি হলেও সেটা কিন্তু নিখুঁত নয়।
প্রায় ছ’সপ্তাহ লেগেছে শুধু মেসির মূর্তির চুল তৈরিতেই। কিন্তু তারপরও তাঁর মূর্তির যে চুলের স্টাইল দেখা যাচ্ছে তার সঙ্গে এখন মেসির চুলের স্টাইলের মিল নেই। মধ্যে বার দুয়েক চুলের স্টাইল পাল্টে ফেলেছেন যে লিও!