বিতর্কের তোয়াক্কা না করে মাঠে নেমে গোলের পর গোল করে গিয়েছে জর্জ বেস্ট, মারাদোনারা। সেই তালিকায় মেসিকেও রাখছি।
কেন বেস্ট, মারাদোনাদের সঙ্গে একই ব্র্যাকেটে মেসি? কারণ, নিজেকে নিয়ে বিতর্কের মধ্যেই মাঠে নেমে মোক্ষম সময়ে কী করতে হবে তা মেসির মস্তিষ্কে টিমমেটদের আগেই ক্লিক করে। ঠিক বেস্ট, মারাদোনাদের মতোই।
স্প্যানিশ লিগে তেলমো জারার হায়েস্ট স্কোরারের রেকর্ডটা ভেঙে মেসির ইতিহাসে ঢুকে পড়ার দিনে ওই ব্যাপারটা যেন আরও জোরদার হল। ২৮৯ ম্যাচে ২৫৩ গোল করে ফেলল মেসি। আর সেটা কোন সময়? যখন কি না স্পেনের কর-বিতর্ক নিয়ে জেরবার বার্সেলোনার রাজপুত্র। যখন বলা হচ্ছে, যার জেরে জেলেও যেতে হতে পারে মেসিকে। এক বার ভাবুন, স্প্যানিশ মিডিয়াতে ওকে নিয়ে কী বিতর্কের ঝড় উঠেছে। কিন্তু তার মধ্যেই সেভিয়া ম্যাচে মেসি একটা-দু’গোল নয়, একেবারে হ্যাটট্রিক করে বুঝিয়ে দিল, ও সত্যিই অন্যদের থেকে আলাদা! শারীরিক এবং মানসিক ভাবে এতটাই বেশি পোক্ত!