Advertisement
১৯ এপ্রিল ২০২৪

রোনাল্ডোকে ‘শ্রদ্ধা’ মেসির

২৫ অক্টোবর ২০১৪-- বার্সেলোনাকে ৩-১ হারাল রিয়াল মাদ্রিদ। রোনাল্ডো করলেন গোল। খারাপ ফর্মে মেসি। লা লিগা টেবলের শীর্ষে রিয়াল। চলতি মরসুমের সেই প্রথম ক্লাসিকোর পরে প্রায় প্রত্যেক স্প্যানিশ বিশেষজ্ঞের মত ছিল, লা লিগা রিয়ালই জিতবে। রোনাল্ডো পাবেন গোল্ডেন বুট। ফের মেসির কপালে জুটবে না কোনও ট্রফি। কিন্তু পাঁচ মাসের মধ্যেই অন্য ছবি। এই মুহূর্তে লিগ শীর্ষে বার্সেলোনা। আর তাদের তাড়া করছে রিয়াল।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২২ মার্চ ২০১৫ ০৩:০১
Share: Save:

২৫ অক্টোবর ২০১৪-- বার্সেলোনাকে ৩-১ হারাল রিয়াল মাদ্রিদ। রোনাল্ডো করলেন গোল। খারাপ ফর্মে মেসি। লা লিগা টেবলের শীর্ষে রিয়াল।

চলতি মরসুমের সেই প্রথম ক্লাসিকোর পরে প্রায় প্রত্যেক স্প্যানিশ বিশেষজ্ঞের মত ছিল, লা লিগা রিয়ালই জিতবে। রোনাল্ডো পাবেন গোল্ডেন বুট। ফের মেসির কপালে জুটবে না কোনও ট্রফি।

কিন্তু পাঁচ মাসের মধ্যেই অন্য ছবি। এই মুহূর্তে লিগ শীর্ষে বার্সেলোনা। আর তাদের তাড়া করছে রিয়াল। এবং মেসি আবার মেসি। স্বমহিমায়। রবিবার রাতের ফিরতি ক্লাসিকোর মহারণ। এ বার যুদ্ধের প্রেক্ষাপট কাম্প ন্যু। বার্সার ঘরের মাঠ। ২০১৫ পড়ার পর থেকেই পুনরুত্থান ঘটেছে মেসি নামক গোলমেশিনের। ৩২তম হ্যাটট্রিক করে যেমন রেকর্ড গড়েছেন, তেমনই আবার সমালোচকদের মুখ বন্ধ করে শেষ ১৮ ম্যাচে করেছেন ২০ গোল। সেই তুলনায় নতুন বছর ব্যালন ডি’অর জিতে শুরু করলেও ক্রমশ ফিকে দেখাচ্ছে রোনাল্ডো-দাপট। লাল কার্ড দেখে, গোলের সুযোগ নষ্ট করে সিআর সেভেন যেন অচেনা মেজাজে। কিন্তু ক্লাসিকোর আগে মেসি জানেন তাঁর ‘ক্ষতবিক্ষত’ চিরপ্রতিদ্বন্দ্বী খারাপ ফর্মে থাকলেও বড় ম্যাচে হয়ে উঠতে পারেন ভয়ঙ্কর। “কয়েক মাস আগে আমি নিজেও খারাপ ফর্মে ছিলাম। ঠিক করে খেলতে পারছিলাম না। রোনাল্ডোকে আমি শ্রদ্ধা করি,” বলেছেন মেসি।

বার্সায় কোনও চোট সমস্যা না থাকলেও রিয়াল রবিবার পাবে না হামেস রদ্রিগেজকে। তবে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে চোট সারিয়ে দলে ফিরছেন সের্জিও র্যামোস। রিয়ালের তারকা স্ট্রাইকার বেঞ্জিমা আবার হুঙ্কার দিয়েছেন, কাম্প ন্যু থেকে তিন পয়েন্ট ছিনিয়ে আনবেন তাঁরাই।

এ বারের স্প্যানিশ লিগের দিকে তাকালে দেখা যাচ্ছে, মাত্র এক পয়েন্টের পার্থক্য এই দুই মেগা টিমের। যে কারণেই হয়তো বার্সা কোচ লুই এনরিকে দলকে সতর্ক করে দিচ্ছেন, আত্মতুষ্ট হয়ে পড়লে হয়তো লা লিগা খোয়াতে হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE