Advertisement
১৯ মে ২০২৪

মেসির জোড়া গোলের ম্যাচে এসপ্যানিয়েলের জোড়া লাল কার্ড

মেসির জোড়া গোলে সহজ জয় বার্সেলোনার। সঙ্গে বাড়তি পাওনা পিকে, নেইমারের গোল। কোপা ডেল রে-র শেষ ষোলোর প্রথম লেগের ম্যাচে এসপ্যানিওলকে ৪-১ হারিয়ে বার্সেলোনা ডার্বি জয় মেসিদের। যদিও ম্যাচের শুরুতেই পিছিয়ে পরেছিল বার্সেলোনা।

জোড়া গোলের নায়ক। ছবি: গেটি ইমেজেস।

জোড়া গোলের নায়ক। ছবি: গেটি ইমেজেস।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৭ জানুয়ারি ২০১৬ ১০:১২
Share: Save:

মেসির জোড়া গোলে সহজ জয় বার্সেলোনার। সঙ্গে বাড়তি পাওনা পিকে, নেইমারের গোল। কোপা ডেল রে-র শেষ ষোলোর প্রথম লেগের ম্যাচে এসপ্যানিওলকে ৪-১ হারিয়ে বার্সেলোনা ডার্বি জয় মেসিদের। যদিও ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়েছিল বার্সেলোনা। ন’মিনিটে কাউন্টার অ্যাটাকে গোল করে যান এসপ্যানিওলের ফিলিপ সালভাদর। যদিও বার্সেলোনাকে পিছনে ফেলে দেওয়ার আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি বার্সেলোনার আর এক হোম টিমের। চার মিনিটের মধ্যেই বার্সাকে সমতায় ফেরান লিও মেসি। প্রথমার্ধ শেষের এক মিনিট আগেই ব্যবধান বাড়িয়ে যান সেই মেসি। ৩৫ গজ দুর থেকে তাঁর মাপা ফ্রিকিক ক্রসবারের কোনা দিয়ে চলে যায় গোলে। ২-১ গোলে এগিয়ে যায় বার্সেলোনা।

আরও খবর পড়ুন : দু’বছর আগের টুইটের জেরে বাতিল হল বার্সার চুক্তি

এর পর দ্বিতীয়ার্ধটা পুরোটাই ছিল নেইমার, পিকেদের। দ্বিতীয়ার্ধ শুরুর চার মিনিটের মধ্যেই ব্যবধান বাড়ান জেরার্ড পিকে। মেসির মাপা ক্রস থেকেই ৩-১ করেন পিকে। বার্সেলোনার জয়ের রাস্তা আরও পরিস্কার করে দেয় এসপ্যানিওলের জোড়া লাল কার্ড। ৭২ মিনিটে দুটো হলুদ কার্ড দেখে হার্নান আর্সেনিও পেরেজ মাঠ ছাড়ার তিনি মিনিটে মধ্যেই সরাসরি লাল কার্ড দেখে ফিরে যান পাপা। ন’জনকে নিয়ে ৩-১ গোলে এগিয়ে যাওয়া বার্সেলোনাকে আর আটকানো সম্ভব ছিল না এসপ্যানিওলেন পক্ষে। হয়ওনি। বরং সেই সুযোগে ৪-১ করে নেন নেইমার। ৮৮ মিনিটে মেসির পাস ধরে এসপ্যানিওল রক্ষণকে কাটিয়ে নেইমারের ভলি ডানদিকের কোনা দিয়ে চলে যায় গোলে।

এর পর সুয়ারেজ নিশ্চিত গোলে সুযোগ আর পুরো ম্যাচে গোলের ঠিকানা লেখা দুটো বল এসপ্যানিওল গোলকিপার দক্ষতার সঙ্গে না বাঁচালে বার্সার গোল সংখ্যা আরও বাড়তে পারত। পুরো ম্যাচে প্রচুর কার্ড দেখলেন দু’দলের ফুটবলাররাই। নেইমার, মেসি, সুয়ারেজ তিন জনই হলুদ কার্ড দেখলেন। দু’পক্ষের মিলে হল ন’টি হলুদ কার্ড ও দু’টি লাল কার্ড।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

messi neymar barcelona espanyol
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE