Advertisement
E-Paper

‘সোনার বল পাওয়ার যোগ্য ছিল না মেসি’

বিশ্বকাপে তাঁর হাতে সোনার বল তুলে দেওয়া নিয়ে কম বিতর্ক হয়নি। মারাদোনা থেকে শুরু করে অনেক প্রাক্তন ফুটবলারই প্রশ্ন তুলেছিলেন, কোন যুক্তিতে লিওনেল মেসিকে বিশ্বকাপের সেরা প্লেয়ার বাছা হয়েছিল? সেই বিতর্ক হঠাৎ করে অন্য মাত্রা পেয়ে গেল ফিফা প্রেসিডেন্টের এক বিস্ফোরক মন্তব্যে। রাশিয়ায় ২০১৮ বিশ্বকাপের লোগো উদ্বোধনের অনুষ্ঠানে এসে সেপ ব্লাটার বলে দেন, “মেসিকে সোনার বল দেওয়ার সিদ্ধান্তটা ভুল ছিল।”

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ৩০ অক্টোবর ২০১৪ ০৩:০০
বিতর্কের দিনেও ফুরফুরে মেসি। বার্সেলোনার সতীর্থদের।

বিতর্কের দিনেও ফুরফুরে মেসি। বার্সেলোনার সতীর্থদের।

বিশ্বকাপে তাঁর হাতে সোনার বল তুলে দেওয়া নিয়ে কম বিতর্ক হয়নি। মারাদোনা থেকে শুরু করে অনেক প্রাক্তন ফুটবলারই প্রশ্ন তুলেছিলেন, কোন যুক্তিতে লিওনেল মেসিকে বিশ্বকাপের সেরা প্লেয়ার বাছা হয়েছিল? সেই বিতর্ক হঠাৎ করে অন্য মাত্রা পেয়ে গেল ফিফা প্রেসিডেন্টের এক বিস্ফোরক মন্তব্যে। রাশিয়ায় ২০১৮ বিশ্বকাপের লোগো উদ্বোধনের অনুষ্ঠানে এসে সেপ ব্লাটার বলে দেন, “মেসিকে সোনার বল দেওয়ার সিদ্ধান্তটা ভুল ছিল।”

পছন্দের দিক থেকে বরাবর ব্লাটারের ভোট পেয়ে এসেছেন আর্জেন্তিনীয় অধিনায়ক। বার্সেলোনার মহাতারকার তুলনায় রোনাল্ডোকে নিয়ে প্রকাশ্যে ‘অপমানজনক’ মন্তব্য করতেও এত দিন পিছপা হননি তিনি। একবার বলেছিলেন ‘চুলের স্টাইল ঠিক করতেই তো সময় চলে যায়’ পতুর্গিজ মহাতারকার। এ বার তাঁর বিখ্যাত ‘মিসাইল’ হানা দিল বার্সেলোনার রাজপুত্রের উপরও। ‘মেসি সোনার বল পাওয়ার যোগ্য ছিল না’, বলার পাশাপাশি ব্লাটারের মনে হয়েছে, পুরস্কার পাওয়া উচিত ছিল জার্মানির গোলকিপার ম্যানুয়েল ন্যয়ারের। যিনি ব্রাজিল বিশ্বকাপের সেরা গোলকিপার।

মাস দু’য়েক আগেও এক বার মেসির সোনার বল পাওয়া নিয়ে আলটপকা মন্তব্য করেছিলেন ব্লাটার। বলেছিলেন ফিফা কমিটির মেসিকে ‘প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট’ বাছার সিদ্ধান্তে তিনি ‘অবাক’ হয়েছেন। সেই মন্তব্য নিয়ে অবশ্য এতটা চাঞ্চল্যের সৃষ্টি হয়নি। যা এ বার হচ্ছে। মঙ্গলবার কোনও রাখঢাক ছিল না ফিফা প্রেসিডেন্টের। আরও চাঁচাছোলা ভাবে ব্লাটার বলে দেন, “কমিটি যখন আমায় ওদের সিদ্ধান্তটা জানায়, অবাকই হয়েছিলাম। কমিটির সদস্যরা বলল, শুধু ফাইনালে খেলা দশ ফুটবলারের মধ্যে থেকেই সেরা বেছে নেওয়া হয়েছে।”

বিশ্বকাপের প্রায় মাস তিনেক পর এ ভাবে ফিফার সিদ্ধান্তের সমালোচনা খোদ প্রেসিডেন্টই কী ভাবে করতে পারেন সেটা নিয়ে তোলপাড় পড়ে গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় ব্লাটারের মুণ্ডপাত যেমন হচ্ছে, তেমনই প্রশ্ন উঠছে ফিফার সর্বোচ্চ প্রশাসক হিসেবে কী ভাবে প্রকাশ্যে মেসির যোগ্যতা নিয়ে প্রশ্ন তুললেন তিনি?

সঙ্গে ভিডিও গেমস সেশনের পর রোগাক্রান্ত শিশুদের পাশে।

মেসি অবশ্য এখনও কোনও প্রতিক্রিয়া দেননি। বরং বার্সা মহাতারকা মঙ্গলবার ব্যস্ত ছিলেন লা মেসিয়া অ্যাকাডেমিতে সতীর্থদের সঙ্গে ভিডিও গেমস খেলতে। পর্দায় বার্সা বনাম বার্সা যুদ্ধে মেসির সঙ্গে ছিলেন নেইমার, আলভেজ, মুনির, পিকে আলবা, রাকিটিচ আর বার্ত্রা। সকালে আবার বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা ৩০ জন খুদের সঙ্গে বার্সেলোনায় সময়ও কাটান মেসি। যারা সকলেই কঠিন রোগে আক্রান্ত। স্বপ্ন ছিল মেসিকে দেখার। বার্সার রাজপুত্র তাদের স্বপ্ন সার্থক করেন। খুদেদের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি একসঙ্গে ছবি তোলার, সইয়ের আবদারও মেটান। কিন্তু ভক্তদের শান্ত করতে পারেননি।

শুধু মেসির ভক্তদেরই নয় ব্লাটারের মন্তব্যে হইচই পড়ে যায় রোনাল্ডো শিবিরেও। মস্কোয় ব্লাটার যা বলেন কোনও কোনও মিডিয়ায় তার ব্যখ্যা দেওয়া হয়, ব্লাটার এ বার ন্যয়ারকে তুলে ধরছেন ২০১৪-র বর্ষসেরা ফুটবলারের পুরস্কার ব্যালন ডি’অরের জন্য। রোনাল্ডো নয়, ন্যয়ারেরই পাওয়া উচিত এ বারের ব্যালন ডি’অর। সেটাই তাঁর মোদ্দা কথা। সব দেখে বেজায় চটেছেন রিয়াল কোচ কার্লো আন্সেলোত্তি। কর্নেলার বিরুদ্ধে বুধবার কোপা দেল রে-র যুদ্ধে নামার আগে সাংবাদিক বৈঠকে ব্লাটারকে রাীতিমতো তুলোধনা করেছেন আন্সেলোত্তি, “ব্লাটার যা করেন তাতে বরাবরই আশ্চর্য হই। কিন্তু কী আর করা যাবে। ফিফা প্রেসিডেন্টের মুখ বন্ধ করা সম্ভব নয়। এই বিষয়ে ওঁর কথা বলা চাই-ই। এই বছরটা ক্রিশ্চিয়ানোর। যে ভাবে ও গোল করছে, ট্রফি জিতছে তাতে কোনও সন্দেহ নেই ব্যালন ডি’অর এ বার কে জিতবে।”

ছবি: টুইটার

2018 logo festival lionel messi sepp blatter fifa president world cup 2014's group stage ronaldo gold ball argentina sports news online sports news
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy