বিবাহের সাত বছর পর বিচ্ছেদ। অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক মাইকেল ক্লার্ক ও তাঁর স্ত্রী কাইলি যৌথ বিবৃতিতে জানিয়ে দিয়েছেন ডিভোর্সের সিদ্ধান্ত।
২০১২ সালে ক্লার্ক ও কাইলি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। কেলসি লি নামে দু’জনের চার বছর বয়সি এক কন্যাও রয়েছে। শোনা গিয়েছে, গত পাঁচ মাস ধরে ক্লার্ক ও কাইলি আলাদা থাকছিলেন। এ বারে দু’জনেই সম্পর্কে দাঁড়ি টানার ঘোষণা করেছেন। কন্যার দায়িত্ব দু’জনেই নিয়েছেন একসঙ্গে।
আরও পড়ুন: নিউজিল্যান্ডে কেন খেলানো হল না ঋষভ পন্থকে? প্রশ্ন তুললেন দিল্লি ক্যাপিটালসের মালিক