Advertisement
২৫ সেপ্টেম্বর ২০২৩
Milkha Singh

হঠাৎ অক্সিজেন কমে অবস্থার অবনতি, আইসিইউ-তে ভর্তি করানো হল মিলখা সিংহকে

কিছু দিন আগেও হাসপাতালে করা হয়েছিল তাঁকে। পরিবারের অনুরোধে রবিবার ছেড়ে দেওয়া হয়েছিল মিলখাকে।

—ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০৪ জুন ২০২১ ০৮:০৭
Share: Save:

মিলখা সিংহকে ফের হাসপাতালে ভর্তি করতে হল। আইসিইউ-তে দেওয়া হল তাঁকে। শরীরে অক্সিজেন পরিমাণ কমতে থাকায় তড়িঘড়ি বাড়ি থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হল এই দৌড়বিদকে।

কিছু দিন আগেও হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। পরিবারের অনুরোধে রবিবার ছেড়ে দেওয়া হয়েছিল মিলখাকে। ফের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আইসিইউ-তে ভর্তি করা হল তাঁকে। স্নাতকোত্তর মেডিকেল শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের তরফে বলা হয়, “মিলখা সিংহকে আইসিইউ-তে ভর্তি করা হয়েছে। অক্সিজেন কমতে থাকায় এমন সিদ্ধান্ত।” কিছু দিন আগে করোনা সংক্রমণ হয়েছিল এশিয়ান গেমসে সোনাজয়ীর।

৯১ বছরের মিলখার শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল বলেই জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। মিলখার স্ত্রী নির্মল কৌরও হাসপাতালে ভর্তি। তিনিও করোনা আক্রান্ত হয়েছিলেন। আইসিইউ-তে রয়েছেন তিনিও। তবে তিনি ভর্তি রয়েছেন আলাদা হাসপাতালে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE