Advertisement
০৬ মে ২০২৪

অলিম্পিক্স পদকের খোঁজে নামলেন মোদী

রিও অলিম্পিক্স থেকে দুটো পদক আসার কয়েক দিনের মধ্যে ঘোষণাটা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেন্দ্রীয় সরকার মনে করছে, পরবর্তী তিনটি অলিম্পিক্সে ভারতের পদকের সম্ভাবনা বাড়াতে নতুন পরিকল্পনা চাই।

নয়াদিল্লি
শেষ আপডেট: ২৭ অগস্ট ২০১৬ ০৩:২৭
Share: Save:

রিও অলিম্পিক্স থেকে দুটো পদক আসার কয়েক দিনের মধ্যে ঘোষণাটা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

কেন্দ্রীয় সরকার মনে করছে, পরবর্তী তিনটি অলিম্পিক্সে ভারতের পদকের সম্ভাবনা বাড়াতে নতুন পরিকল্পনা চাই। যে লক্ষ্যে বিশেষ টাস্ক ফোর্স গড়ার কথা ঘোষণা করলেন প্রধানমন্ত্রী। কেন্দ্রীয় মন্ত্রীদের বৈঠকেই এই কথা জানান তিনি।

প্রধানমন্ত্রীর দফতর এক বিবৃতিতে জানিয়েছে, ‘‘২০২০, ২০২৪ আর ২০২৮ অলিম্পিক্সের অ্যাকশন প্ল্যান তৈরি করতে এই টাস্ক ফোর্স গঠন করা হবে। যারা সুযোগ-সুবিধা, ট্রেনিং, নির্বাচনী প্রক্রিয়া ও অন্য প্রয়োজনীয় বিষয়ের উপরে একটা স্ট্র্যাটেজি তৈরি করবে।’’ টাস্ক ফোর্সের সদস্য হিসেবে দেশের বিশেষজ্ঞদের সঙ্গে বিদেশিরাও থাকতে পারেন বলে ইঙ্গিত দেওয়া হয়েছে।

রিও অলিম্পিক্সে ১১৮ জনের দল নিয়ে গেলেও ভারতের হতাশাজনক পারফরম্যান্সে সমালোচনার ঝড় বয়ে যায়। অলিম্পিক্সে এর আগে এত বড় দল কখনও নিয়ে যায়নি ভারত। তবু একটি রুপো আর একটি ব্রোঞ্জ ছাড়া পদক না আসায় খেলোয়াড়দের সঙ্গে কাঠগড়ায় তোলা হয়েছে অফিশিয়াল আর পরিকল্পনার অভাবকেও।

চিনকে পদক তালিকায় টপকে এ বার দু’নম্বরে অলিম্পিক্স শেষ করেছে ব্রিটেন। ডোপ কেলেঙ্কারিতে রাশিয়ার প্রচুর অ্যাথলিট নির্বাসিত হয়ে যাওয়ার পরেও তারা চার নম্বরে শেষ করেছে। ব্রিটেন বা রাশিয়ায় যেখানে অলিম্পিক্স শেষে খুশির হাওয়া, ভারতে সেখানে সাক্ষী মালিক, পিভি সিন্ধু এবং দীপা কর্মকারদের মতো কয়েক জনকে বাদ দিলে শুধুই বিতর্ক আর সমালোচনা। এমনকী ভারতের ব্যর্থতার কারণ নিয়ে চিনের মিডিয়ার একাংশ ফলাও প্রচার করেছিল। ঠিক তার পরই প্রধানমন্ত্রীর এই টাস্ক ফোর্স গঠন করার ঘোষণা।

২০২০ টোকিও-সহ পরের দুই অলিম্পিক্সে তার কোনও প্রভাব পড়ে কি না, সেটাই দেখার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE