বিরাট কোহালি, স্টিভ স্মিথ, কেন উইলিয়ামসন, জো রুটরা এখন বিশ্ব ক্রিকেট শাসন করছেন। বিশেষজ্ঞরা পছন্দের তালিকা তৈরি করতে বসলে এঁদের কথাই বলবেন।
পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার মহম্মদ হাফিজ কিন্তু অন্য রাস্তায় হাঁটলেন। সেরা পাঁচ ব্যাটসম্যানের তালিকা তৈরি করতে বসে হাফিজ বেছে নিলেন নিজের দেশের এক ব্যাটিং তারকাকে। ভারত থেকে বাঁছলেন দু’জনকে। ওয়েস্ট ইন্ডিজের এক জন ও দক্ষিণ আফ্রিকার এক জনকে বাছলেন হাফিজ।
করোনা আতঙ্কে খেলাধুলো বন্ধ হয়ে গিয়েছে। ঘরবন্দি হয়ে রয়েছেন খেলোয়াড়রা। এই পরিস্থিতিতে এক ভক্ত সোশ্যাল মিডিয়ায় হাফিজকে জিজ্ঞাসা করছিলেন, সেরা পাঁচ ব্যাটসম্যান বাছতে বসলে তিনি কাদের রাখবেন?
আরও পড়ুন: নেতা সৌরভ, নেই লক্ষ্মণ, সর্বকালের সেরা ভারতীয় দল বেছে নিলেন শেন ওয়ার্ন
সেই ভক্তের জবাবে পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার পাঁচ জন বিশ্বসেরা ব্যাটসম্যানের নাম জানিয়েছেন। তাঁরা হলেন, ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্রায়ান লারা, সচিন তেন্ডুলকর, বিরাট কোহালি, সৈয়দ আনোয়ার ও এ বি ডিভিলিয়ার্স।
হাফিজের তালিকায় জায়গা পেয়েছেন হাল আমলের কোহালি। কেন উইলিয়ামসন, জো রুট, স্মিথ, ওয়ার্নাররা জায়গা পাননি।