আন্তর্জাতিক ক্রিকেটে মহেন্দ্র সিংহ ধোনির প্রত্যাবর্তন সহজ নয় বলে মনে করছেন মহম্মদ আজহারউদ্দিন। তাঁর মতে, এত দীর্ঘদিন ধরে ক্রিকেট থেকে দূরে থাকার জন্যই কাজটা বেশি কঠিন।
করোনা সংক্রমণের জেরে লকডাউনের পরিস্থিতিতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে যাওয়ায় ধোনির আন্তর্জাতিক ক্রিকেটের ভবিষ্যতকে অনিশ্চিত দেখাচ্ছে। ২০১৯ বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে পরাজয়ের পর ধোনি আর প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেননি। আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে তাঁর খেলার দিকে সে জন্যই তাকিয়ে ছিল ক্রিকেটমহল। ধোনি নিজেও অনুশীলন শুরু করে দিয়েছিলেন পুরোদমে। কিন্তু করোনাভাইরাসের দাপটে আইপিএল পিছিয়ে গিয়েছে। ফলে, অক্টোবর-নভেম্বরে টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে ধোনির খেলার সম্ভাবনা কমছে।
আরও পড়ুন: ‘প্রাপ্য সম্মান পায়নি ও’, ভারতের প্রাক্তন পেসার সম্পর্কে মন্তব্য শন পোলকের