Advertisement
E-Paper

বর্ষসেরা দলে শামি, জনপ্রিয়তম ভুবনেশ্বর

আইসিসি-র বর্ষসেরা ওয়ান ডে দলে ধোনি, কোহলিদের সঙ্গে মহম্মদ শামিও। সবচেয়ে বেশি জনপ্রিয়তার জন্য আইসিসি পিপলস চয়েস অ্যাওয়ার্ড পেলেন ভারতীয় দলের আর এক নির্ভরযোগ্য পেস বোলার ভুবনেশ্বর কুমার।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৬ নভেম্বর ২০১৪ ০২:৪৫

আইসিসি-র বর্ষসেরা ওয়ান ডে দলে ধোনি, কোহলিদের সঙ্গে মহম্মদ শামিও। সবচেয়ে বেশি জনপ্রিয়তার জন্য আইসিসি পিপলস চয়েস অ্যাওয়ার্ড পেলেন ভারতীয় দলের আর এক নির্ভরযোগ্য পেস বোলার ভুবনেশ্বর কুমার। বর্ষসেরা ওয়ান ডে ক্রিকেটারের দৌড়ে রয়েছেন বিরাট কোহলি। তবে বছরের টেস্ট ক্রিকেটারের দৌড়ে নেই কোনও ভারতীয়। অনিল কুম্বলের নেতৃত্বাধীন অ্যাওয়ার্ড কমিটির বাছা বর্ষসেরা টেস্ট দলেও নেই ভারতের কোনও ক্রিকেটার।

বছরের সেরা পারফরমারদের নিয়ে তৈরি ওয়ান ডে দলে দক্ষিণ আফ্রিকার বিধ্বংসী পেসার ডেল স্টেইন ও অস্ট্রেলিয়ার বাঁ হাতি ফাস্ট বোলার জেমস ফকনারের সঙ্গে জায়গা পেয়েছেন বাংলার শামিও। মহেন্দ্র সিংহ ধোনি এই দলের ক্যাপ্টেন ও উইকেটকিপার এবং দলে রয়েছেন বিরাট কোহলিও। মেয়েদের সেরা ওয়ান ডে ক্রিকেটারের দৌড়ে রয়েছেন মিতালি রাজ।

জনপ্রিয়তায় সেরার পুরস্কার পাওয়ার খবরে অবাক ভুবনেশ্বর কুমার বলেন, “যাঁরা আমাকে ভোট দিয়ে এই পুরস্কারের জন্য মনোনিত করেছেন, সারা দুনিয়ার সেই ক্রিকেটপ্রেমীদের অসংখ্য ধন্যবাদ। এই অ্যাওয়ার্ড আমার কাছে অনেক কিছু। কারণ, এই সম্মান শুধু পারফরম্যান্সের জন্য নয়, মানুষের ভালবাসারও স্বীকৃতি।” অস্ট্রেলীয় পেসার মিচেল জনসন, শ্রীলঙ্কা ক্যাপ্টেন অ্যাঞ্জেলো ম্যাথেউজ, ডেল স্টেইন ও ইংল্যান্ডের মেয়েদের দলের ক্যাপ্টেন শার্লট এডওয়ার্ডসকে পিছনে ফেলে এই পুরস্কার জিতে নেন। যার জন্য বাবা-মা ও ভারতীয় দলের সতীর্থদেরও ধন্যবাদ জানিয়েছেন ভুবি।

বর্ষসেরা ক্রিকেটারের দৌড়ে মিচেল জনসন, কুমার সঙ্গকারার সঙ্গে রয়েছেন ডেভিলিয়ার্স ও অ্যাঞ্জেলো ম্যাথেউজও।

plyaer of the year ICC shami bhubaneshwar kumar cricket Mohammed Shami sports news online sports news ODI team indian player
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy