Follow us on

Download the latest Anandabazar app

© 2021 ABP Pvt. Ltd.

Advertisement

২২ জানুয়ারি ২০২২ ই-পেপার

মেয়ে আমার থেকে অনেক ভাল নাচে, ভিডিয়ো পোস্ট করে লিখলেন শামি

সংবাদ সংস্থা
পুণে ১২ অক্টোবর ২০১৯ ১৩:২২
শামির মেয়ের নাচ। এই ভিডিয়োই পোস্ট করেছেন শামি। ছবি টুইটার থেকে নেওয়া।

শামির মেয়ের নাচ। এই ভিডিয়োই পোস্ট করেছেন শামি। ছবি টুইটার থেকে নেওয়া।

বিশাখাপত্তনমে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টের শেষ দিনে রিভার্স সুইংয়ের জাদুতে পাঁচ উইকেট নিয়েছিলেন মহম্মদ শামি। পুণেয় সিরিজের দ্বিতীয় টেস্টেও ভাল বল করছেন। কিন্তু ক্রিকেটারের বাইরেও তাঁর আলাদা পরিচয় রয়েছে। তিনি একজন বাবা। মেয়ের নাচের ভিডিয়ো পোস্টের মাধ্যমে সেই পরিচয়ই যেন ফুটে উঠল নতুন করে।

ইনস্টাগ্রামে মেয়ের একটি ভিডিয়ো পোস্ট করেছেন শামি। যাতে দেখা যাচ্ছে, তাঁর মেয়ে ভোজপুরি গানের সঙ্গে নাচছে। কোনও এক শপিং মলের মধ্যেই এটা ঘটছে বলে মনে করছেন নেটিজেনদের একাংশ। এই ভিডিয়ো পোস্ট করে শামি লিখেছেন, ‘আমার পুতুল। বাবার চেয়ে অনেক ভাল নাচতে পারে।’

শামির সঙ্গে স্ত্রী হাসিন জাহানের বিবাহ-বিচ্ছেদের মামলা অবশ্য এখনও চলছে। ভারতীয় পেসারের নামে গ্রেফতারি পরোয়ানাও জারি হয়েছিল। তা আপাতত ঠেকানো গিয়েছে যদিও। তাঁর স্ত্রী বিবাহের বাইরে একাধিক সম্পর্কে জড়ানো, অত্যাচারের অভিযোগ করেছিলেন। শামি অবশ্য সব অভিযোগকে অসত্য বলে দাবি করেছেন প্রথম থেকেই।

Advertisement

আরও পড়ুন

Advertisement