Advertisement
০৬ মে ২০২৪

পন্টিং-মন্ত্র নিয়ে শামি নামলেন অনুশীলনে

এ বারই দিল্লিতে কোচ হিসেবে যোগ দিয়েছেন পন্টিং। এর আগে মুম্বই ইন্ডিয়াসের হয়ে আইপিএল জিতেছেন প্রাক্তন অস্ট্রেলীয় অধিনায়ক। চার দিন হল দিল্লি শিবিরে যোগ দিয়েছেন পন্টিং। ইতিমধ্যেই নতুন কোচের দর্শনে মুগ্ধ দিল্লির ক্রিকেটারেরা।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০১৮ ০৩:৪৬
Share: Save:

গত এক মাস ধরে মাঠের বাইরের বিতর্কে বিপর্যস্ত মহম্মদ শামি ক্রিকেটে ফেরার প্রস্তুতি নিতে শুরু করলেন। সোমবার তিনি নেমে পড়লেন আইপিএলের প্রস্তুতিতে। তাঁর দল দিল্লি
ডেয়ারডেভিলসের অনুশীলনে।

৭ এপ্রিল থেকে শুরু হয়ে যাচ্ছে এ বারের আইপিএল। দিল্লি প্রথম ম্যাচ খেলবে কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে আগামী রবিবার। সেখানেই সম্ভবত বল হাতে নেমে পড়তে দেখা যাবে ভারতীয় দলের এই পেসারকে।

স্ত্রী হাসিনের সঙ্গে ঝামেলা চলাকালীনই আবার গাড়ি দুর্ঘটনায় আহত হন শামি। তাঁর মাথায় বেশ কয়েকটি সেলাই করতে হয়েছিল। সেখান থেকে সুস্থ হয়ে আবার ক্রিকেট মাঠে ফিরেছেন। সোমবার অনুশীলনে অনেকটা সময় দিল্লি কোচ রিকি পন্টিংয়ের সঙ্গে কাটালেন শামি।

এ বারই দিল্লিতে কোচ হিসেবে যোগ দিয়েছেন পন্টিং। এর আগে মুম্বই ইন্ডিয়াসের হয়ে আইপিএল জিতেছেন প্রাক্তন অস্ট্রেলীয় অধিনায়ক। চার দিন হল দিল্লি শিবিরে যোগ দিয়েছেন পন্টিং। ইতিমধ্যেই নতুন কোচের দর্শনে মুগ্ধ দিল্লির ক্রিকেটারেরা। পন্টিংয়ের ‘জেতার জন্য ঝাঁপাও’ মানসিকতাই উদ্দীপিত করেছে শামিদের।

শিবিরে যোগ দিয়ে ক্রিকেটারদের নিয়ে বসেছিলেন কোচ। যেখানে তাঁর কথায় মুগ্ধ শ্রেয়স আইয়াররা। ভারতীয় দলের তরুণ এই ব্যাটসম্যান দিল্লি ডেভিলসের অন্যতম ভরসা। সোমবার পন্টিং-কে নিয়ে প্রশ্ন করা হলে শ্রেয়স বলেন, ‘‘পন্টিং কয়েক দিন হল শিবিরে যোগ দিয়েছেন। ওঁর আগ্রাসী মনোভাব আমাদের দারুণ ভাবে উদ্দীপিত করেছে। পন্টিংয়ের মানসিকতা থেকে আমরা শেখার চেষ্টা করছি।’’

শ্রেয়স আরও বলেন, ‘‘পন্টিং এসেই আমাদের সামনে বক্তব্য রেখেছিল। ওঁর কথা শুনে আমরা দারুণ উৎসাহিত হয়েছি।’’ কেন পন্টিং-কে এত পছন্দ, সে কথাও বলেছেন শ্রেয়স। ‘‘এ বারে আমাদের দলে বেশ কয়েক জন তরুণ ক্রিকেটার আছে। যারা স্বাধীনতা ভালবাসে। পন্টিং এসেই আমাদের সঙ্গে এমন ভাবে মিশে গিয়েছে, যে অনেক খোলা মনে খেলতে পারছি।’’

পন্টিংয়ের বক্তৃতার মূল কথাট কী? শ্রেয়স জানাচ্ছেন, অস্ট্রেলিয়ার বিশ্বজয়ী অধিনায়ক দলের মধ্যে ‘আমরা জিততেই এসেছি’, এই মনোভাবটা ঢুকিয়ে দিয়েছেন। শ্রেয়সের বক্তব্য, ‘‘সবাই এসে বলে, জেতা নয়, পদ্ধতিটাই আসল। পন্টিং আমাদের বলেছে, জেতাটাই আসল।’’

পন্টিং কি তা হলে আপনাদের দলের মধ্যে অস্ট্রেলীয় আগ্রাসন আমদানি করেছেন? শ্রেয়স বলেছেন, ‘‘হ্যাঁ, সেটা বলা যেতেই পারে। তবে শুধু আগ্রাসনই নয়, পন্টিং আমাদের খেলার ব্যাপারে যথেষ্ট স্বাধীনতাও দিয়েছে। বলেছে, খোলা মনে খেলতে।’’ দলের তরুণরা যে পন্টিং-কে পেয়ে অত্যন্ত খুশি হয়েছেন, সে কথা বুঝিয়ে দিচ্ছেন শ্রেয়স।

দিল্লি দলে এ বার রয়েছেন গৌতম গম্ভীর। কলকাতা নাইট রাইডার্স ছেড়ে এ বার তিনি দিল্লির অধিনায়ক। আইপিএল-জয়ী অধিনায়ক ছাড়াও এ বার দলে বেশ কয়েক জন তরুণ মুখ রয়েছে। দলের ভারসাম্য নিয়ে প্রশ্ন করা হলে শ্রেয়স বলেন, ‘‘আমাদের দলের ভারসাম্য যথেষ্ট ভাল।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE