Advertisement
১৯ মে ২০২৪

জয় দিয়ে লিগ শুরু মহমেডানের

মহমেডান জিতল। তবু উত্তপ্ত হল গ্যালারি, বোতল পড়ল মাঠে। বহু দিন বাদে ময়দানে লিগের পুরনো গন্ধটা ভেসে উঠল সাদা-কালো ব্রিগেডের সৌজন্যেই।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৬ অগস্ট ২০১৬ ০৩:৫৮
Share: Save:

মহমেডান জিতল। তবু উত্তপ্ত হল গ্যালারি, বোতল পড়ল মাঠে।

বহু দিন বাদে ময়দানে লিগের পুরনো গন্ধটা ভেসে উঠল সাদা-কালো ব্রিগেডের সৌজন্যেই।

আর্মি একাদশের বিরুদ্ধে মহমেডান তখন ১-০ এগিয়ে। মনবীর সিংহের গোলে। কিন্তু বিরতির পরে রেফারির একটা অফসাইড দেওয়াকে কেন্দ্র করে সাদা-কালো সমর্থকরা উত্তেজিত হয়ে বোতল ছু়ড়তে থাকেন মাঠে। তবে সেই মুহূর্তে ম্যাচের স্কোর মহমেডানের পক্ষে ছিল বলেই যা রক্ষে! এই একটা ঘটনা বাদ দিলে অবশ্য পুরো ম্যাচটাই নির্বিঘ্নে হয়।

মহমেডান মাঠে গত বারও লিগের ম্যাচ করা হয়। কিন্তু আলোর সমস্যার জন্য পরে মহমেডান মাঠে আর ম্যাচ করা সম্ভব হয়নি। এ দিন সাদা-কালো ব্রিগেডের প্রথম ম্যাচে গ্যালারি উপচে পড়া ভিড় হয়নি ঠিকই। তবে যাঁরা এসেছিলেন, তাঁরাই হইহই করে নিজের টিমকে উৎসাহিত করে গেলেন নব্বই মিনিট। গোটা ম্যাচে বেশ কিছু সহজ সুযোগ নষ্ট না করলে, ব্যবধান আরও বাড়তে পারত। কিন্তু হয়নি মৃদুল বন্দ্যোপাধ্যায়ের ফুটবলারদের মধ্যে বোঝাপড়ার অভাবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Mohammedan CFL2016
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE